পাথারকান্দির বুবড়িঘাটে বাংলাদেশী সামগ্রী উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য। শনিবার বিকেলে স্থানীয় বুবড়িঘাট পাওয়ার হাউসে বিদুৎ কর্মীরা কাজ করার সময় হঠাৎ দেখতে পান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাংলাদেশী একশো টাকার নোট, দুটি মোবাইল, হাত ঘড়ি , টর্চ লাইট,লুঙ্গি ও রশি।তারপর বিষয়টি স্থানীয় জনগণের নজরে আসলে মুহূর্তে কৌতুহলি জনগণ ভিড় জমান অকুস্থলে।এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য বিরাজ করছে বুবড়িঘাটের জনগণের মধ্যে।এই ঘটনায় অনেকের ধারণা যে কোন বাংলাদেশী চোর গবাদি পশু চুরির উদ্যেশে এসেছিল কিন্ত উদ্যেশ্য সফল হয় নি।পরে উদ্ধার হওয়া বাংলাদেশী সামগ্রীগুলো বুবড়িঘাট
পাথারকান্দিতে বাংলাদেশী একশো টাকার নোট সহ বিভিন্ন সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য এলাকাজুড়ে।In Patharganj, the discovery of a bangldesh hundred rupee note along with various other items has caused a stir across the area.
বিওপিতে সমঝে দেন স্থানীয় যুবক জয় হরি সালিয়া। উল্লেখ্য আন্তর্জাতিক সীমান্ত টপকে বাংলাদেশী চোরদের আনা গোনা নতুন কিছু নয় প্রায়ই পাথারকান্দির সমষ্টির চা বাগান গুলোতে গবাদি পশু চুরির খবর পাওয়া যায়। দু একবার বাংলাদেশী চোর স্থানীয়দের হাতে ধরা ও পড়েছে। তাই এ ঘটনায় কোনো বাংলাদেশী চোরের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।