শনিবার বিকেলে ফের আগরতলা থেকে গুয়াহাটি পাচারের পথে বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য জব্দ চুরাইবাড়িতে। জানাগেছে আজ বিকেলে চুরাইবাড়ির অসম সীমান্তে একটি বারো চাকার লরি গেটে আসলে লরিটিতে যথারীতি তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। তল্লাশিতে বিভিন্ন সামগ্রীর আড়ালে লুকিয়ে থাকা আঠানব্বই পকেটে আঠ শো ছয় কেজি গাঁজা জব্দ করে অসম চূড়াইবাড়ি পুলিশ।সঙ্গে আটক করা হয় লরি
চুরাইবাড়িতে দেড় কোটির গাঁজা সহ আটক হিমাচলের চালক।In Himachal Pradesh, a driver from Churaibari was caught with 1.5 crore rupees along with marijuana.
চালক অমিত কুমার কে তাঁর বাড়ি হিমাচল প্রদেশে। উল্লেখ্য এইচ পি ১৭ ই ৯৪৭৪ নম্বরের লরিটি আগরতলা থেকে গাঁজা বোঝাই করে প্রতিটি থানা ও চেক গেইট পেরিযে এসে অসম চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে। এ নিয়ে ত্রিপুরা পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন উঠছে।জব্দ কৃত গাঁজা গুলোর বাজার মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। ব্যুরো রিপোর্ট।