নির্মাণের এক বছর মাথায় ভেঙে যাচ্ছে জল জীবন মিশনের অধীনে নির্মিত শনবিল পি ডব্লিউ এস এসের বিল্ডিং। দুই মাস থেকে বন্ধ বিশুদ্ধ জল সরবরাহ।ভারি বৃষ্টিপাতে পাশের টিলার অল্প ধ্বসের ফলে ভেঙে পড়েছে প্রকল্পটির গার্ড ওয়াল। কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। শনবিল পি ডব্লিউ এস এস বিল্ডিংয়ের পরিকাঠামো যাচাই করে পুনরায় সচল করে তুলতে দাবি এলাকাবাসীর।এক বছর পূর্বেই শনবিল খোলাগ্রামে জল জীবন মিশনের অধীনে শনবিল পি এইচ ই নির্মাণ করা হয়েছে।তবে নির্মাণের এক বছরের মাথায় ভেঙে যাচ্ছে নির্মিত ওই প্রকল্পটি।কেন্দ্র সরকার হর ঘর জল হর ঘর
শনবিলে কাজে আসছে না সরকারের জল জীবন মিশনের প্রকল্প,অভিযোগ জনগণের।People allege that the government’s Water Life Mission project is not effectively operational.
নল স্লোগানে জল জীবন মিশনের শুরু করেছিল যাতে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে পারে।তবে এই পি এইচ ই এর বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় কেন্দ্র সরকারের বরাদ্দকৃত এই প্রকল্প কতটুকু বাস্তবায়িত হয়েছে।কারণ সরকার অর্থ বরাদ্দ করেছে ঠিকই।কিন্তু কিছু দুর্নীতিবাজ ঠিকাদারদের কাজের গাফিলতিতে বিরাট অসঙ্গতি দেখা গেছে জল জীবন মিশনে।বিশেষ করে রামকৃষ্ণ নগর বিধানসভার অন্তর্গত শনবিল পি ডব্লিউ এস টির নির্মাণ কাজে বিরাট দুর্নীতি সংঘটিত হয়েছে। প্রকল্পটির সম্মুখে থাকা গার্ড ওয়াল বর্তমানে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে।এছাড়া
শনবিলে কাজে আসছে না সরকারের জল জীবন মিশনের প্রকল্প,অভিযোগ জনগণের।People allege that the government’s Water Life Mission project is not effectively operational.
বিল্ডিংটির কয়েকটি অংশে থাকা ফ্লোরে ফাটল দিয়ে ফুলে উঠেছে।আর এই বিল্ডিং নির্মাণে এবার চরম দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন এলাকার জনগণ। তাঁরা বলেন,বর্তমানে জল জীবন মিশনের অধীনে নির্মিত শনবিল পি ডব্লিউ এস এসের জায়গায় পূর্বেও একটি বিল্ডিং ছিল।আর নতুন প্রকল্প আসার পর কিছুটা কাজ করে বাকি অংশে রং করে নতুন রূপ দিয়ে রীতিমত মোটা অংকের অর্থ আত্মসাৎ করেছে বরাতপ্রাপ্ত ঠিকাদার।যারফলে এই সময়ে ভেঙে যাচ্ছে গার্ড ওয়াল সহ বিল্ডিংটির বিভিন্ন অংশ।এছাড়া তারা বলে এই পি এইচ ই এর অধীনে প্রায় চারশো পরিবার রয়েছেন। যারা বিগত দুই মাস থেকে একেবারে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন।এছাড়াও ওই জায়গায় দুটো জল জীবন মিশনের প্রকল্প রয়েছে আর এগুলোয়ে কোনো ধরনের বোরিং করা হয় নি।নদী থেকে পাইপ টেনে জল দেওয়া হয়েছে এলাকাবাসীকে।তবে এর মধ্যে রহস্যের
শনবিলে কাজে আসছে না সরকারের জল জীবন মিশনের প্রকল্প,অভিযোগ জনগণের।People allege that the government’s Water Life Mission project is not effectively operational.
কথা দুটো পি এইচ ই এর জল আসছে একই পাইপ দিয়ে।যেহেতু দুটো পাইপ দুটোর জন্য প্রয়োজন ছিল কিন্তু ঠিকাদার সেটা একটি পাইপ দিয়েই সম্পন্ন করেছে।আর বর্তমানে দুটো থেকেই জল সরবরাহ হচ্ছে না বলেও জানিয়েছেন তারা।তবে এসবের জন্য দায়ী ঠিকাদারই রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।শেষে শনবিল প্রকল্পের তদন্ত করে ঠিকাদারদের বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।অন্যদিকে,এই
শনবিলে কাজে আসছে না সরকারের জল জীবন মিশনের প্রকল্প,অভিযোগ জনগণের।People allege that the government’s Water Life Mission project is not effectively operational.
প্রকল্প থেকে জলমিত্র নাসির উদ্দিনকে এসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি জল সরবরাহ বিঘ্নিত সহ পি এইচ ই – র গার্ড ওয়াল ভেঙে যাওয়ার কথা তিনি বিভাগীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন।তারা এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট ।