দুদিনের ভারী ও লাগাতর বর্ষণে পাথর ভাঙার ক্রেশারের মাটি ও বালি পড়ে বিধ্বস্ত অসম-আগরতলা জাতীয় সড়ক।জাতীয় সড়কের উপর কাঁদা মাটিতে মালবাহী ট্রাক সহ থানার গাড়ি আটকে স্তব্ধ যান চলাচল।নিরব ধর্মনগর মহকুমা প্রশাসন।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন নদীয়াপুর-শনিছড়া গ্রাম পঞ্চায়েতের চাঁনপুর এলাকার আট নং আসাম
ক্রেসারের বালি-মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক। কাদামাটিতে আটকা পড়েছে বহু যানবাহন।The cruiser’s tire has fallen on the congested national highway. Many vehicles are stuck in the traffic jam.
আগরতলা জাতীয় সড়কের উপর। উল্লেখ্য,চুরাইবাড়ি সেইলটেক্স সংলগ্ন এলাকা থেকে বাগবাসা জাতীয় সড়কের দুপাশে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বৈধ অবৈধ পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন। তাতে করে ওই এলাকার প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি চলতি বর্ষা মৌসুমী বৃষ্টির জলে ঐ ক্রেশার গুলো থেকে মাটি গলে জাতীয় সড়ক কৃষি ভূমিতে পরিণত হয়েছে।তাই যানচলাচল ও স্থানীয়দের যাতায়াতে চরম দূর্ভোগ দেখা দিয়েছে।তবে চাঁনপুর এলাকায় লোকমান উদ্দিন,গিয়াস উদ্দিন, আনোয়ার হোসেন ও মঈন উদ্দিন,
ক্রেসারের বালি-মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক। কাদামাটিতে আটকা পড়েছে বহু যানবাহন।The cruiser’s tire has fallen on the congested national highway. Many vehicles are stuck in the traffic jam.
শরিক উদ্দিনের ক্রেশার থেকে জাতীয় সড়কের মাটি এসে জনজীবন বিপন্ন হয়ে পড়ছে বলে অভিযোগ।তা নিয়ে একাধিকবার জাতীয় সড়কের উপর ক্রেশারের মাটি না পড়া সহ জাতীয় সড়ক ও ড্রেইন সংস্কারের দাবিতে পথ অবরোধ সহ প্রতিবাদ করেন স্থানীয় জনগন ও যান চালকরা। তাদের পথ অবরোধে চুরাইবাড়ি থানা ও ধর্মনগর মহকুমার ডিসিএম জিনিয়াস দেববর্মা ঘটনাস্থলে এসে সমস্যা নিরসন করবেন বলে আশ্বস্ত করে গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। এদিকে সোমবার সকাল থেকে মুষলদার বৃষ্টিতে চাঁনপুর এলাকার বেশ কয়েকটি ক্রেশারের মাটি গলে জাতীয় সড়কের উপর কোমড় সমান কাঁদা মাটি জমে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।সাথে একটি মালবাহী গাড়ি সহ চুরাইবাড়ি থানার
ক্রেসারের বালি-মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক। কাদামাটিতে আটকা পড়েছে বহু যানবাহন।The cruiser’s tire has fallen on the congested national highway. Many vehicles are stuck in the traffic jam.
গাড়িও ঐ কাঁদায় আটকা পড়ে যায়।সাথে ক্রাশারের মাটি এসে আশপাশের ড্রেইন বন্ধ হয়ে স্থানীয় কয়েকটি পুকুর জলের তলায় গিয়ে চাষ করা মাছ বেরিয়ে যায়। ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ সহ ডিসিএম জিনিয়াস দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসলেও স্থানীয় জনগণ তাদের মিথ্যা আশ্বাস মানতে নারাজ। তবুও নাছোড় বান্দা ডিসিএম বাবু জাতীয় সড়ক থেকে কাঁদা মাটি সরিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলেও জানান। অপরদিকে দুরদুরান্ত থেকে আসা যান চালক ও যাত্রীরা সকাল থেকে আটক রয়েছেন উক্ত এলাকায়।কখন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই। এককথায়
ক্রেসারের বালি-মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক। কাদামাটিতে আটকা পড়েছে বহু যানবাহন।The cruiser’s tire has fallen on the congested national highway. Many vehicles are stuck in the traffic jam.
মেঘালয় থেকেও ভয়ঙ্কর হয়ে পড়েছে ত্রিপুরার এই জাতীয় সড়ক।যদিও জেসিবি দিয়ে মাটি সরানোর কাজ চলছে কিন্তু বৃষ্টিপাত হলে পুনরায় জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়বে।এখন স্থায়ী সমাধান চাইছেন স্হায়ী জনগণ সহ যান চালক ও পথচলতি যাত্রীরা।অন্যথায় ক্রাশারের অত্যাচারে স্থানীয়দের বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়াবে।ব্যুরো রিপোর্ট ।