রঞ্জিত কৈরী, কাঁঠালতলী ।
ঘন ঘন চুরি অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলীতে আতঙ্কে জনগণ।কাঠালতলিতে একই রাতে তিনটি বাড়িতে নিশিকুটুম্বের হানা। হাতিয়ে নিল নগদ অর্থ,মোবাইল সেট,স্বর্ণালঙ্কার। তদন্তে পুলিশ। অসম ত্রিপুরা সীমান্তের কাঠালতলির বাঘন গ্রামে একই রাতে তিনটি বাড়িতে হানা দিল নিশিকুটুম্বের দল। জনাগেছে- গতকাল রাত আনুমানিক একটা নাগাদ বাঘন গ্রামের আব্দুল হামিদের পুত্র সাফির আহমদের ঘরের দরজায় লোহার দণ্ড দিয়ে সিটকারি খোলে এক নিশিকুটুম্বের দল ঘরে প্রবেশ করে। এতে ঘরের একটি কাঠের ডয়ারের
দুঃসাহসিক চুরি কাণ্ড কাঁঠালতলীতে,তদন্তে পুলিশ।Audacious burglary incident in Kathaltali; police are investigating.
লক ভেঙে নগদ 20 হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েই পাশের আরেকটি কক্ষে প্রবেশ করে। সেই কক্ষে একজন মহিলা ঘুমেছিলেন। হঠাৎ সেই মহিলার চিৎকার শুনে সাফির আহমদ ঘুম থেকে উঠেন। কিন্তু দরজা খোলে বাহিরে যাওয়ার পথছিল না। চোরের দল বাড়ির সব কটি দরজায় বাইরেদিয়ে লক করেছিল। পরে অন্য একটি দরজা খোলে বাইরে চলে গিয়ে বাড়ির অন্যান্যদেরকে ডেকে তোলেন সাফির। তৎক্ষনাত চুরের দল পালিয়ে যায়।রাতেই স্থানীয় পুলিশ ফাড়িতে গিয়ে বিষয়টি অবগত করানো হয়। ফাড়ির ইনচার্জ রাতেই দল বল নিয়ে ওই বাড়িতে ছুটে যান। এবংপ্রাথমিক তদন্ত
দুঃসাহসিক চুরি কাণ্ড কাঁঠালতলীতে,তদন্তে পুলিশ।Audacious burglary incident in Kathaltali; police are investigating.
করেন। এদিকে এই বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দুরে থাকা সালিম উদ্দিনের বাড়িতেও অনুররূপ ভাবে চরের দল হানা দিয়ে ট্রাঙ্কে থাকা ১৭৫০০ টাকা , রূপার কয়েকটি অলঙ্কার হাতিয়ে নিয়ে যায় চোরের দল। তাছাড়া সফিয়া বেগমের বাড়ির সুপারি বাগান থেকেও সুপারি চুরি হয়েছে বলে জানাগেছে। এদিকে আজ বাজারিছড়া থানায় এফ আই আর দায়ের করেন সাফির আহমেদ। উল্লেখ্য এলাকায় ঘন ঘন চুরি কাণ্ড সংঘটিত হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট জনগণ।