পূর্ত বিভাগের সড়ক সংস্কারের কাজে গাফিলতি। ফলে কৃত্রিম বন্যায় নাজাহাল দয়াপুর কলনির কয়েকটি বাড়ী। উল্লেখ্য যে গত তিন মাস আগে দয়াপুর কলোনিতে পূর্ত বিভাগ রাস্তা সংস্কারের জন্য কাজ শুরু করেছিল। রাস্তার পাশে ড্রেইন নির্মাণ করার কথা ছিল।কিন্তু তা করে নি। তারপর শ্যামল শুক্লবৈদ্যের বাড়ীর সম্মূখে একটি কালবার্ট ছিল, ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেলে দেয়।তাই এখন জল যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে পড়েছে। ভারী বর্ষণের ফলে শ্যামল শুক্লবৈদ্যের বাড়ী সহ পাশের কয়েকটি বাড়ীতে জলে থৈ থৈ অবস্থা। এনিয়ে গ্ৰামবাসীর পক্ষ থেকে বিভাগীয় অভিজন্তা ও
পূর্ত বিভাগের গাফিলতিতে কৃতিম বন্যা দয়াপুর কলোনিতে।অভিযোগ জনগণের Allegations of artificial flood in Doypur Colony due to negligence in proper division.
ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে তারা কোন কর্ণ পাত করে নি।তাই আজ ভুক্ত ভোগী মহিলারা কোদাল দিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেন। আজ সংবাদ মাধ্যমের সাহায্যে এলাকার পক্ষ থেকে বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষ ও বিধায়কের কাছে এই দুর্ভোগ থেকে মুক্তির সুদৃষ্টি কামনা করেছেন। আজ এলাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিমা চন্দ,সন্দীপ শুক্লবৈদ্য,শেফালী চন্দ,উমা রানী রায়,শেফালী শুক্লবৈদ্য প্রমূখ।ব্যুরো রিপোর্ট ।