দেশের শেষ রেলস্টেশন রয়েছে এ রাজ্যেই, কি নাম জানেনদেশের শেষ রেলস্টেশন কোনটি প্রশ্ন করা হলে অনেকেই দেশের নানা শেষ প্রান্তের নাম বলতে পারেন। কিন্তু এদেশের শেষ রেলস্টেশন রয়েছে এ রাজ্যেই।কিন্তু ভারতে একটি স্টেশন রয়েছে যা দেশের শেষ রেলস্টেশনের মর্যাদা পেয়েছে। আর তা রয়েছে এই পশ্চিমবঙ্গেই। যেখানে কোনও যাত্রীবাহী ট্রেন থামে না। কার্যত ইংরেজ আমলে তৈরি এই স্টেশন সেই সেময় যেমনটা ছিল, এখনও তাকে তেমন রূপেই দেখতে পাওয়া যায়।তেমন কোনও পরিবর্তন হয়নি এই স্টেশনের। স্টেশনে যাত্রীদের আনাগোনাও নেই। ট্রেনই থামে না তো এসে লাভ কি! স্টেশনটি তাহলে কি কাজে আসে? এই স্টেশন পণ্যবাহী ট্রেনের সুবিধার কাজে
দেশের শেষ রেল স্টেশন কোনটি? কী নাম জানেন?The last railway station in the country, do you know its name?
আসে।স্টেশনটি রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। মালদার হবিবপুরে বাংলাদেশ লাগোয়া এই স্টেশনের নাম সিঙ্গাবাদ। মোটেও কোনও বড় স্টেশন নয়। চেহারায় নেহাতই ছোট মামুলি স্টেশন। কিন্তু তার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।Indian Railwaysভারতীয় রেলের সিঙ্গাবাদ রেলস্টেশন, ভারতের অন্যতম প্রাচীন স্টেশন এটি। এখান থেকে বাংলাদেশ সীমান্ত হাঁটা পথ।
দেশের শেষ রেল স্টেশন কোনটি? কী নাম জানেন?The last railway station in the country, do you know its name?
বাংলাদেশ সীমান্তে পৌঁছনোর আগে সিঙ্গাবাদের পর আর কোনও স্টেশন নেই।তাই সেটাই শেষ স্টেশন হয়ে গেছে। তাই যতই মামুলি চেহারা হোক, ভারতের শেষ স্টেশন হিসাবে এই সিঙ্গাবাদ স্টেশনের নাম কিন্তু ইতিহাসে থেকে যাবে।