করিমগঞ্জ পৌর এলাকায় ১২০ মাইক্রোনের নিচের পলিথিন নিষিদ্ধ ।
করিমগঞ্জ পৌরসভার কার্যাবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন করিমগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও জনগণ ১২০ মাইক্রোনের নিচের ঘনত্বের পলিথিন ব্যাগ ব্যবহার করছেন যা ২০২১ সালের সংশোধিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ধারা অনুসারে সমগ্র দেশে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের প্লাস্টিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সহজে পুনঃ ব্যবহারযোগ্য করা যায় না। তাই করিমগঞ্জ পৌরসভা থেকে এ ধরনের প্লাস্টিক ব্যবহার বন্ধ করাকে প্রাথমিকতা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ী, ব্যবসায়িক গোষ্ঠী ও নাগরিকদের ১২০ মাইক্রোনের নিচের ঘনত্বের পলিথিন ব্যাগ বিক্রি,ব্যবহার না করতে আহ্বান জানানো হয়েছে,অন্যথায় সংশ্লিষ্ট আইন অনুসারে তৎক্ষনাৎ জরিমানা দায়ের করা হবে। এতে কার্যাবাহী আধিকারিক আরও জানিয়েছেন যদি ২০২১ সালের সংশোধিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট না মানা হয় তবে জরিমানা দায়ের, ট্রেড লাইসেন্স বাতিল, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ইত্যাদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করিমগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ ও দুষণমুক্ত রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।