বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। ওপার বাংলায় অন্তবর্তী সরকার গঠন করা হবে বলে জানালেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইতিমধ্যেই ঢাকা ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা এবং তাঁর বোন, সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য, ছাত্র আন্দোলন নিয়ে তপ্ত হয়েছিল ওপার বাংলা। পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সোমবার ঘোষণা করলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার কথা বলেন তিনি।গণভবনে প্রবেশ করলেন বিক্ষোভকারীরা। সেখানে সরোবরে জলকেলি করছেন অনেকেই। কেউ আবার মাছ ধরছেন। লুঠপাঠের কিছু ছবিও সোশ্য়াল মিডিয়ায় ভাসছে। যদিও এই ছবিগুলির সত্যতা যাচাই করেনি ‘এই সময়’।ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙলেন বিক্ষোভকারীরা।জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব। দয়া করে হত্যা, সংঘর্ষ থেকে বিরত হন। আমার কথামতো চললে, আমরা একসঙ্গে কাজ করলে, নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। দয়া করে সাহায্য করুন। মারামারির মধ্যে দিয়ে কিছু পাব না। ধ্বংসযজ্ঞ, অরাজকতা থেকে বিরত হন। নিশ্চিতভাবে সকলে সুন্দর ভবিষ্যতের দিকে যাব। সমস্ত অন্যায়ের বিচার করা হবে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। দলের প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। সমস্ত হত্যা-অন্যায়ের বিচার হবে।’ সেনাপ্রধান এদিন বলেন, ‘আমরা এখন বঙ্গভবনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।