আগামী ছাব্বিশ এপ্রিল অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনের দিন শান্তিপূর্ণ ভাবে ব্যাপক হারে ভোটদান করতে হাইলাকান্দি জেলার ভোটার জনসাধারনকে
আহবান জানালেন হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম।। তিনি জেলায় নির্বিঘ্নে ভোটপর্ব সম্পন্ন করতে জেলার সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন। বলেন, আগামী ২৬ এপ্রিল শুক্রবার করিমগঞ্জ সংসদীয় আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর এই নির্বাচনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া প্রতিজন ভোটদাতাকে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তিনি অনুরোধ জানান।। হাইলাকান্দি জেলা প্রশাসন লোকসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এই নির্বাচন কে সুন্দর ভাবে সম্পন্ন করতে প্রতিটি নির্বাচনী সেল, পুলিশ ও আধাসামরিক বাহিনী তৎপর রয়েছেন।
লোকসভা নির্বাচনে একশো শতাংশ ভোটদানের আহ্বান হিবারের।
Leave a review
Leave a review