ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত। অভিযানে জব্দ ১৬৬ গ্রাম হেরোইন সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে চার ড্রাগস পাচারকারীকে। হাইলাকান্দির বন্দুক মারা পুলিশের নাকা চেকিং এ দুটি অটোরিক্সা থেকে পুলিশ জব্দ করে এই ড্রাগস গুলো। কাছাড় জেলার ধোয়ারবন্ধ থেকে হাইলাকান্দিতে বিক্রি
পাচার কাণ্ডে আটক চার। উদ্ধার নেশা সামগ্রী।প্রশংসিত পুলিশ।
করতে এসেছিল এই চার ড্রাগস পাচারকারী। এই হচ্ছে আবুল হুসেন, নজরুল ইসলাম লস্কর, নাজিম উদ্দিন লস্কর, নজরুল হক বড়ভূঁইয়া। বর্তমানে চার ড্রাগস পাচারকারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে হাইলাকান্দি পুলিশ। ব্যুরো রিপোর্ট