ছেলে ধরা গুজবে গাড়ি ভাঙচুর,ধারনা মাদক সংক্রান্ত ঘটনা।কদমতলা ২৮ জুন।।ছেলে ধরা গুজবে গাড়ি ভাঙচুর।ধারনা মাদক সংক্রান্ত ঘটনা। উদ্ধার একাধিক নম্বর প্লেইট। তদন্তে পুলিশ।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন আমতলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সোয়া সাতটা নাগাদ AS01DB/0041নম্বরের একটি ম্যাক্স গাড়ি ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে দ্রুতগতিতে কদমতলার দিকে আসার পথে আমতলা এলাকার স্থানীয় কিছু লোকজন গাড়িটির পেছনে ধাওয়া করেন।স্থানীয়দের
আমতলায় ছেলে ধরা সন্দেহে ভাঙচুর গাড়ি।নেপথ্যে মাদক সংক্রান্ত ঘটনার ধারণা।Car vandalized on suspicion of boy caught in Amtala. Behind the scenes is a drug-related incident.
অভিযোগ ঐ গাড়ি করে দুটি শিশু পাচার করা হচ্ছে।এদিকে মানুষের ধাওয়া খেয়ে গাড়িটি কর্দমাক্ত রাস্তায় আটকে যাওয়াতে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।খবর দেওয়া হয় কদমতলা থানায়।খবর পেয়ে স্হানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই গাড়িটি ভেঙে চুরমার করে দেন স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি ছিল উত্তপ্ত।ছুটে যেতে হয় থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথকে। স্থানীয়দের অভিযোগ পাশের গভীর জঙ্গল দিয়ে গা ঢাকা দিয়েছে দুই ব্যক্তি।তবে পুলিশি জিজ্ঞাসাবাদে ছেলে ধরার ঘটনা সত্যতা উঠে আসেনি। এদিকে পুলিশ গাড়ি থেকে দুটি ত্রিপুরার এবং একটি পশ্চিমবঙ্গের নম্বার প্লেইট উদ্ধার
আমতলায় ছেলে ধরা সন্দেহে ভাঙচুর গাড়ি।নেপথ্যে মাদক সংক্রান্ত ঘটনার ধারণা।Car vandalized on suspicion of boy caught in Amtala. Behind the scenes is a drug-related incident.
করেছে।পরে গাড়িটি থানাতে নিয়ে আসে পুলিশ।এমর্মে থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ জানান,ছেলে ধরা কান্ডটি সম্পূর্ণ মিথ্যা। যদিও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।তবে সূত্রের খবর,ভারত বাংলা সীমান্তের কোন একটি জায়গায় মাদক সংক্রান্ত লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে গাড়িটি পালানোর পথে দুটি গাড়ি ও একটি বাইকে ধাক্কা দিয়ে পালাতে চেয়েছিল।আমতলায় ছেলে ধরা সন্দেহে ভাঙচুর গাড়ি।নেপথ্যে মাদক সংক্রান্ত ঘটনার ধারণা। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।