ভোট কর্মীদের নিয়ে আসতে গাড়ির ব্যবস্থা করিমগঞ্জ করিমগঞ্জ জেলার ভোট কর্মীদের আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল জেলার বিভিন্ন স্থান থেকে জেলা সদরে নিয়ে আসতে এবং আবার তাদের নিজ নিজ হেডকোয়ার্টারের গন্তব্য স্থলে পৌঁছে দিতে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এতে ২৪ এপ্রিল, বুধবার সকাল ৫টায় ১০টি বাস জেলার কালিবাড়ী ভায়া কদমতলা- আরকে নগর- আছিমগঞ্জ, রাঙ্গাপুর ভায়া নিভিয়া-চেরাগি-আনিপুর-রাতাবাড়ি, বদরপুর ঘাট, রাঙ্গামাটি ভায়া লোয়াইপোয়া-পাথারকান্দি-নিলামবাজার, নিলামবাজার ভায়া বালিয়া-শনিবাড়ি-লঙ্গাই, চুড়াইবাড়ি ভায়া কাঠালতলি-কুকিতল-সোনাখিরা-চাঁন্দখিরা-পাথারকান্দি, ভৈরবনগর ভায়া বাগারগোল-মরজাতকান্দি-মকইভাঙ্গা, সুতারকান্দি ভায়া লক্ষ্মীবাজার-বাগরসাঙ্গন-টিলাবাজার, আরকে নগর ভায়া বিদ্যানগর-আনিপুর-দোহালিয়া-আসিমগঞ্জ, ভুতুরপুল ভায়া চেরাগি-নিভিয়া-রাতাবাড়ি-কাজিরবাজার থেকে গাড়িগুলি ভোট কর্মীদের জেলা সদরে নিয়ে আসবে এবং সন্ধ্যা ৬ টায় রিজার্ভ ভোট কর্মীদের আবার তাদের গন্তব্য স্থলে পৌঁছে দিবে। অন্যদিকে ২৫ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৫টায় আদরকুনা ভায়া বড়গুল-বদরপুর ঘাট, এংলারবাজার ভায়া দত্তপুর, আনিপুর বাসস্ট্যান্ড, আছিমগঞ্জ, বদরপুর ঘাট, বদরপুর পুলিশ স্টেশন, বদরপুর রেলওয়ে গেট, বাগরসাঙ্গন, বালিয়া পয়েন্ট ভায়া কণকপুর-নিলামবাজার, বরাইগ্রাম, বরুয়ালা বাজার ভায়া নগেন্দ্রনগর চৌরঙ্গী, বাজারিছড়া, ভাঙ্গা। বিদ্যানগর জিপি অফিস ভায়া আনিপুর, চুরাইবাড়ি, দরগারবন্দ ভায়া ভৈরবনগর মখইভাঙ্গা, ডলুরবন্দ নতুন বাজার ভায়া আরকে নগর, দোহালিয়া বাজার পয়েণ্ট, দুল্লভছড়া, দুল্লভছড়া ভায়া আছিমগঞ্জ, ফাকুয়াগ্ৰাম, গামারিয়া ভায়া আরকে নগর, গান্ধাই বালিয়া তিমুখা ভায়া শনিবারি বাজার – লঙ্গাই, ঈশান ছড়া ভায়া আরকে নগর, ঈশান ছড়া ভায়া আরকে নগর – আছিমগঞ্জ, জনকল্যাণ হেলথ সাব সেন্টার, কদমতলা ভায়া আরকে নগর, কালীবাড়ি বাজার ভায়া আরকে নগর, কালীগঞ্জ, কলকলিঘাট, কাঁঠালতলী ভায়া চুরাইবাড়ি, কায়স্থগ্রাম, কটামণি, লক্ষ্মীবাজার, লাতু দাসগ্রাম ভায়া ফকিরাবাজার, লোয়াইরপোয়া, মহিশাসন, মাইজগ্রাম ভায়া দাসগ্রাম, মর্জাতকান্দী, মইনা, মোকামটিলা ভায়া পাথারকান্দি মুল্লাগঞ্জ বাজার, মুল্লাগঞ্জ বাজার(বাটইয়া), নয়াবাজার ভায়া ফকিরাবাজার, নিলামবাজার, নিভিয়া কভারিং চেরাগি এরিয়া, পাথারকান্দি মোটর স্ট্যান্ড, পাথারকান্দি রেলওয়ে গেট, আরকে নগর ভায়া আনিপুর-আছিমগঞ্জ, রাঙ্গামাটি, রাতাবাড়ি-কাজিরবাজার, রংপুর, রংপুর ভায়া নিভিয়া-আছিমগঞ্জ, সুগারমিল তিমাথা, সোনাখিরা কভারিং তিনোখাল এরিয়া, সুপ্রাকান্দি, টিলাবাজার সাদারাশি এরিয়া থেকে ৭০টি বাস ও ছোট গাড়ি ভোট কর্মীদের নিয়ে জেলা সদরে আসবে এবং ওই একই গাড়িগুলি ভোটের সামগ্রী জমা দেওয়ার পর ২৬ এপ্রিল রাত ৭টা থেকে ভোট কর্মীদের আবার তাদের গন্তব্য স্থলে পৌঁছে দিবে বলে ট্রান্সপোর্ট সেল থেকে জানানো হয়েছে।