পিএম কেয়ারের অধীনে ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হওয়া প্রকল্প প্রহসনে পরিনত।২০২১ সনে স্থাপিত হয়েছিল। কিন্ত এখন পর্যন্ত জনগণের কোন কাজে লাগে নি প্ল্যান্ট টি। অভিযোগ চিকিৎসালয় কতৃপক্ষ এবং জেলা প্রশাসনের অবহেলার জন্য বন্ধ হয়ে আছে লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট অথবা এল এম ও ইউনিট। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় জেলার একমাত্র চিকিৎসার ভরসা স্থল। চারশো শয্যা বিশিষ্ট রোগীর সুবিধার্থে সত্তর লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা
করিমগঞ্জের অক্সিজেন প্ল্যান্ট কাজে আসছে না রোগীর। নীরব কমলাক্ষ, স্বাস্থ্য দপ্তর।”In Karimganj, the oxygen plant is not functioning for patients. Silent Kamalaksha, Health Department.
হয়েছিল দশ হাজার লিটার অক্সিজেন তৈরি করা একটি প্লেন্ট। কিন্ত বর্তমানে এই সাদা হাতির প্রকল্প টি শুধুমাত্র শোভাবর্ধন জন্য দাঁড়িয়ে আছে। অন্যদিকে পিএম কেয়ারের অধীনে যে কোম্পানী এই প্লেণ্টটির যোগান দিয়েছিল কোম্পানিটিও আজ উধাও। জেলা সদরের একমাত্র হাসপাতালের এমন অবস্থা দেখে ও কোনো হেল দোল নেই জেলা স্বাস্থ্য বিভাগ সহ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। উল্লেখ্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ব্যস্ত বিজেপি দলে যোগদানের জন্য। এমন পরিস্থিতিতে কে জনগণের কথা বলবে এটাই আজকের দিনে লক্ষ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট