গত তিন দিন থেকে লাগাতার ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে কাটিগড়ায়। শনিবার সন্ধ্যায় হাফলং পুলিশের এক বিশাল বাহিনী তিন ড্রাগস ব্যেবসায়ী সহ চার বাক্স ড্রাগস ও একটি এল্ট্রো গাড়ি উদ্বার করতে সক্ষম হয়েছে। গত কদিন পূর্বে হাফলং পুলিশ অন্য এক অভিযান চালিয়ে বিপুল পরিমান ড্রাগস সহ ব্যেবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছিলো। এরই সুত্র ধরে শনিবার সন্ধ্যায় ফের এক অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেলো হাফলং পুলিশ। উল্ল্যেখ্য যে, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে কাছাড়
হাফলং পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে কাটিগড়া থেকে জব্দ ড্রাগস। আটক পাচারকারী।Haflong police seize drugs in anti-drug campaign, apprehend smugglers.
পুলিশ কাটিগড়ার হিলাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জন কে গ্রেফতার করেছিলো। তার পর দিন অর্থাৎ শুক্রবার ফের কাটিগড়ার দিগরখাল টুলগেট থেকে বিপুল পরিমান ড্রাগস ও ব্যেবসায়ী আটক করতে সক্ষম হয়েছিলো। আজ ফের হাফলং পুলিশের ডি এস পি নিলুৎপল ডেকার নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী কাটিগড়ার চৌরংগী এলাকায় ছয় নং জাতীয় সড়কের উপর এ অভিযান চালিয়ে এ এস ১১ এ এ ১৭ ৩২ নম্বরের একটি
হাফলং পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে কাটিগড়া থেকে জব্দ ড্রাগস। আটক পাচারকারী।Haflong police seize drugs in anti-drug campaign, apprehend smugglers.
এল্ট্রো গাড়ি থেকে চার বাক্স ড্রাগস সহ কাটিগড়ার গবিন্দপুর এলাকার জয়নাল উদ্দিন বয়স (২৮), সুহেল আহমদ বয়স ১৯,ও রমজান হাসান বয়স ২৫ কে আটক করতে সক্ষম হয়েছে। তাদের আটক করে কাটিগড়া থানায় নিয়ে আসেন। খবর লেখা পর্যন্ত তাদের টানা জিজ্ঞাসাবাদ চলচে।