-গৃহমন্ত্রী অমিত শাহের রোড শো-তে জনসমুদ্রে পরিণত হলো শহর শিলচর।-শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের প্রচারে ঝড় তুলতে রবিবার শিলচর সফরে আসলেন গৃহমন্ত্রী অমিত শাহ। এদিন বিমানে চড়ে শিলচরের কুম্ভীরগ্রাম বন্দরে অবতরণ করার পর গৃহমন্ত্রী হেলিকপ্টারে করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আসেন। সেখান থেকে উনাকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রশাসনের শীর্ষ আধিকারিকরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে নিয়ে যান। সেখান থেকে শাহ দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা,সাংসদ ডঃ রাজদীপ রায় ও বিধায়ক দিপায়ণ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিলচরে প্রথমবারের মতো আয়োজিত রোড শো-তে অংশ গ্রহণ করেন। গৃহমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আয়োজিত এদিনের ঐতিহাসিক রোড শো শিলচর শহরকে জনসমুদ্রে পরিণত করেছে। দলীয় পতাকা সহ পদ্মফুলের প্রতীক হাতে নিয়ে মানুষ গৃহমন্ত্রীকে নিয়ে রাজপথে এগিয়ে যান। জনসমাগমে উৎসাহিত হয়ে অমিত শাহ বাহন থেকে ফুল ছুঁড়ে জনগণকে অভিনন্দন জানান।শাহের এই ঐতিহাসিক রোড শো-তে সুরক্ষা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।ডিএসএ ময়দান থেকে বেরিয়ে বিলপার পয়েন্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা পরিদর্শন করেন গৃহমন্ত্রী অমিত শাহ। শহরের বিভিন্ন স্থানে অমিত শাহকে দেখতে জমায়েত হন মানুষ। শহরের বিভিন্ন পয়েন্টে আয়োজিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।সব মিলিয়ে নাচে গানে গৃহমন্ত্রীকে স্বাগত জানান শিলচরবাসী জনগণ।শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল।