রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণ নগর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের লক্ষীনগরের বাসিন্দা শংকর রাজবংশী আজ ও তাঁর বাবার চাকরি পাওয়ার জন্য সরকারের দিকে চেয়ে বসে রয়েছেন। তখনকার দিনের সরকার থেকে নিয়ম ছিল যে কোন বিভাগের কর্মচারী যদি চাকরি থাকা অবস্থায় ডিউটিতে মারা যায় তাহলে তার পরিবারের সদস্য কাউকে দেওয়া হবে। কিন্তু সেটা মনে হয় কয়েক বছর হয়েছে বিজেপি সরকার উঠিয়ে দিয়েছে। শংকর রাজবংশীর বাবা কানাইলাল রাজবংশী পর্তু বিভাগের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। কিন্তু বিগত কয়েক বছর আগে উনি ডিউটিতে থাকা অবস্থায় মারা যান। এরপর থেকে উনার ছেলে বাবার চাকরির জন্য দৌড়ঝাপ শুরু করেছে। বিধায়ক, সাংসদ, অন্যান্য বিভাগের বিভিন্ন আধিকারিক সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র
বাবার প্রাপ্য চাকুরী না পেয়ে হতভম্ব রামকৃষ্ণনগরের শংকর রাজবংশী।Shankar Rajbangshi of Ramkrishnanagar became frustrated as he couldn’t find a suitable job like his father.
মোদিকে এ বাবার চাকরি টা পাবার ব্যাপারে চিঠিও পাঠিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কোন আশানুরূপ ফলাফল পায়নি। ফলে নিউজ অবিকলের প্রতিনিধির সামনে রাজবংশী পুরো বিষয়বস্তু তুলে ধরেন।। শ্যামল আচার্যের রিপোর্ট।