বরাকভ্যালি ভলানটারি ব্লাড ডোনার্স ফোরামের রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি ভিত্তিক কমিটির উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন।রামকৃষ্ণনগর নেতাজি বাগে সন্ধ্যা ছয় ঘটিকায় প্রথমে নোবেল জয়ী ও রক্তের এ বি ও গ্রুপের আবিষ্কারক কার্ল ল্যান্ড স্টেইনারের প্রতিকৃতিতে মাল্যদান করেন বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের করিমগঞ্জ জেলা সভাপতি ডঃ কৃষ্ণ রঞ্জন পাল। পুষ্পার্ঘ অর্পণ করেন বরাক ভ্যালি ভলানটারি ব্লাড ডোনার্স ফোরামের রামকৃষ্ণ নগর
বিশ্ব রক্তদান দিবস উদযাপন রামকৃষ্ণনগরে।The celebration of World Blood Donor Day in Ramkrishnanagar.
বিধানসভা সমষ্টি ভিত্তিক কমিটির সম্পাদক মৃগাঙ্ক পুরকায়স্থ, সহ-সভাপতি কৃষ্ণ চৌধুরী, সহ-সভানেত্রী ডঃ মালা শর্মা, কদমতলা হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণ চৌধুরী, প্রাক্তন শিক্ষক হিমাংশু শেখর দেবরায়, রামকৃষ্ণ নগর মন্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেন, রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক সত্যজিৎ বিশ্বাস। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। রক্তদাতা দিবস উপলক্ষে রক্তের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোকপাত করে বক্তব্য রাখেন মৃগাঙ্ক পুরকায়স্থ, ডঃ কৃষ্ণরঞ্জন পাল, ডঃ মালা শর্মা, অরুণ
বিশ্ব রক্তদান দিবস উদযাপন রামকৃষ্ণনগরে।The celebration of World Blood Donor Day in Ramkrishnanagar.
চৌধুরী, সত্যজিৎ বিশ্বাস, কৃষ্ণ চৌধুরী, বিশ্বতোষ সেন, হিমাংশু শেখর দেবরায়, রামকৃষ্ণ নগর ক্রীড়া সংস্থার সহসভাপতি সৈকত দত্ত চৌধুরী, শিক্ষক স্মরজিৎ বিশ্বাস ও সন্দীপ দত্ত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত ২৫ ডিসেম্বর রামকৃষ্ণ নগর রক্তদান শিবিরে ২৫ জন যারা রক্ত দিয়েছিলেন তাদেরকে শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট ।