গামারিয়া তেমাথায় ড্রেনের কাজ না হওয়ার ফলে ভুক্তভোগী হচ্ছেন এলাকার সাধারণ মানুষ সহ স্কুলের ছাত্র-ছাত্রীরা।রামকৃষ্ণনগর সার্কুলের অন্তর্গত গামারিয়া তেমাতায় ড্রেনের কাজ না হওয়ার ফলে জমা জলে ভুক্তভোগী হয়ে আছেন এলাকার সাধারণ মানুষ সহ স্কুলের ছাত্রছাত্রীরা। বেশ কয়েক বছর থেকে এই সমস্যায় ভুগছেন তারা। পূর্ত বিভাগের আধিকারিক ও ঠিকাদারদের বার বার বলা সত্ত্বেও কোন পদক্ষেনেয়নি। উনারা শুধু একটি আশ্বাস দিয়ে যান যে আজকে হবে
জমা জলের ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গামারিয়ার জনগণ।Due to the accumulation of water, the people of Gamaria are facing difficulties.
কালকে হবে। দিনের পর দিন স্কুলের ছাত্র ছাত্রীরা এই জলের মধ্যে দিয়ে আসা-যাওয়া করে। যার ফলে ছাত্র-ছাত্রীদের কাদামাখা জলে পায়ের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে। এই সমস্যার ব্যাপারে সার্কুল অফিসে দুই তিনবার স্মারকপত্র দিয়ে ও কোন লাভ হয়নি। তাদের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার নিউজ অবিকলের প্রতিনিধির সামনে এলাকার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট ।