শান্তিপূর্ণভাবে ইদুজ্জোহা উদযাপন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের বৈঠক : গুজব না ছড়াতে, অবাঞ্ছিত দৃশ্য পোস্ট না করতে আহ্বান । করিমগঞ্জ জেলায় আসন্ন ইদুজ্জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) প্রতাপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার
অবাঞ্ছিত দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করার আহ্বান জেলা প্রশাসনের। ইদুজ্জোহার বৈঠক ডিসি কার্যালয়ে।An appeal to refrain from posting unwanted scenes on social media has been made by the district administration following today’s meeting at the DC office in Idujjoha.
(ক্রাইম) অমৃত রাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে করিমগঞ্জের সার্কেল অফিসার জয় ক্রিষ্টিনা এনগামলাই বিগত বছরের ইদুজ্জোহা উৎসব উদযাপনের জন্য গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্তের কার্যসূচী পাঠ করেন। বৈঠকে অংশগ্রহণ করে জেলাশাসক বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইদুজ্জোহা উৎসব অনুষ্ঠিত করতে সবাইকে নিয়ম নীতি মেনে চলতে হবে। এতে তিনি কোরবানি কোন প্রকাশ্য স্থানে না করতে আহ্বান জানান। পাশাপাশি, তিনি বলেন কোরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুদে ভালোভাবে পুতে ফেলতে হবে। এতে তিনি কোরবানীর মাংস পরিবহন না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানান। এতে বৈধ কাগজ থাকা কোন পশু পরিবহনের সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্ত পুলিশ বিভাগকে নির্দেশ দেন। এদিনের বৈঠকে জেলা প্রশাসন থেকে এই উৎসব পালনে যাতে কোন
অবাঞ্ছিত দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করার আহ্বান জেলা প্রশাসনের। ইদুজ্জোহার বৈঠক ডিসি কার্যালয়ে।An appeal to refrain from posting unwanted scenes on social media has been made by the district administration following today’s meeting at the DC office in Idujjoha.
অবাঞ্চিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত সবাই সহ জেলাবাসিকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। পাশাপাশি, কোন ধরনের অবাঞ্চিত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে অনুরোধ করা হয়েছে। এতে করিমগঞ্জ জেলায় ২৪ ঘন্টা খোলা থাকা একটি কন্ট্রোলরুম রয়েছে, নম্বর হচ্ছে ৮০৯৯৬৬২২৭৫ এই নম্বরেও আইন-শৃঙ্খলা জনিত যে কোন বার্তা প্রেরণ করা যেতে পারে। সভায় জেলা আয়ুক্ত আরও বলেন যে ইদুজ্জোহা উৎসব পালনের সময় যাতে অন্য ধর্মাবলম্বী জনগণের ভাবাবেগে কোন ধরনের আঘাত না আসে তার প্রতিও সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের কোরবানীর দৃশ্য বা উস্কানি মূলক দৃশ্য পোস্ট না করতে আহ্বান জানানো হয়। এ থেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এর পরিপ্রেক্ষিতে জেলাশাসক এই বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করতে উপস্থিত সবাই ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান। এদিনের বৈঠকে ইদুজ্জোহা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে বলে জানানো হয়। পাশাপাশি ঈদগাহ কমিটির কর্মকর্তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন। এদিনের সভায় জেলাশাসক প্রতিটি ঈদগা ও মসজিদ কমিটির কর্মকর্তাদের প্রশাসনিক এই বার্তাগুলি নিজ নিজ এলাকার জনগণকে জানিয়ে দিতে আহ্বান জানান। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে নিলাম বাজারের চক্র আধিকারিক জনাথন ভাইপেই, বদরপুরের চক্র আধিকারিক কিমনেইনেম চাংসান, বদরপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা ইউসুফ আলী, নববার্তা পত্রিকার সম্পাদক ও করিমগঞ্জ ঈদগাহ কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী এবং বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন।