মেট্রোলজি বিভাগের অভিযানে হাইলাকান্দিতে জব্দ একশো কার্টুন নেসলে কোম্পানির দুধ। মেট্রোলজি বিভাগের অভিযানে হাইলাকান্দিতে জব্দ পাঁচ লক্ষ টাকার পাউডার দুধ। হাইলাকান্দি শহরের এগারো নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ায় একটি গাড়ি থেকে জব্দ করা হয় এই শুকনো দুধ গুলো। করিমগঞ্জের একজন ব্যবসায়ী রাকেশ চন্দ্র বণিক এণ্ড সন্স নাগালেন্ড থেকে নেসলে কোম্পানির এভরিডে দুধ ক্রয় করে হাইলাকান্দিতে বিক্রি
গাঁজা বা হেরোইন নয়,এবার দুধ জব্দ হাইলাকান্দিতে।Not ganja or heroin, this time milk seized in Hailakandi.
করতে এসেছিল। নাগালেন্ডে এই দুধের মূল্য হচ্ছে ৪৬৫ টাকা এবং অসমে হয়েছে ৫৮৯ টাকা। কিন্ত করিমগঞ্জের রাকেশ চন্দ্র বণিক এন্ড সন্স কোম্পানির ধার্য্য করা মূল্য তুলে তাদের নিজে থেকে দেওয়া ৫৮৪ টাকা মূল্য বসিয়ে বাজারে বিক্রি করছিল। তখন অমরজিৎ দেব নামের হাইলাকান্দির একজন ব্যবসায়ী মেট্রোলজি বিভাগে অভিযোগ জানিয়েছিল। এবং এই অভিযোগের ভিত্তিতে হাইলাকান্দি জেলা মেট্রোলজি বিভাগ প্রায় ১০০ কার্টুনে
গাঁজা বা হেরোইন নয়,এবার দুধ জব্দ হাইলাকান্দিতে।Not ganja or heroin, this time milk seized in Hailakandi.
অর্থাৎ ১২০০ পেকেট নেসলে কোম্পানির এভরিডে দুধ জব্দ করে। এ এস ১০ সি ৬৬৩৫ নম্বরের একটি গাড়ি থেকে জব্দ হয় এই দুধ গুলো। জব্দকৃত এই দুধগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে হাইলাকান্দি মেট্রোলজি বিভাগ।ব্যুরো রিপোর্ট