এবার বিতর্কে জড়িয়েছে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ l
কোনোধরনের ত্রুটি ছাড়াই শিক্ষা বিভাগ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার দাবি করেছিল যদিও শিক্ষা সংসদের ভুলের কারণে শিলচরের বেশ কয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শ শ ছাত্র -ছাত্রীরা পরীক্ষার ফলাফল থেকে বঞ্চিত হতে হচ্ছে l
এধরণের অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের ঐতিহ্যমন্ডিত রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি ,গুরুচরণ কলেজ ,কাছাড় কলেজ ,হলিক্রস সহ আরো বেশ কয়টি স্কুল কলেজে lব্যক্তিগত এবং সরকারি খন্ডের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির শ শ পরীক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের ইংরেজি বিভাগের ফল লাভ করা থেকে বঞ্চিত হয়েছে lবৃহস্পতিবার ঘোষিত ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের শ শ পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ের ফলাফল আসে নি তাদের রেজাল্ট শিটে lইংরেজি পরীক্ষাতে তাদের অনুপস্থিত থাকা বলে দেখানো হয়েছে lঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ,অভিবাবক ও স্কুল কর্তৃপক্ষেরমাঝেহতাশাপূর্ণ পরিস্থিতি দেখা গেছে lরামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে এবার বিজ্ঞান শাখায় অবতীর্ণ ৩৬জন পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ের ফলাফল আসে নি l বিষয়টিতে পরীক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হয়েছে বলে জানান স্কুলের অধ্যক্ষ lএদিকে জি সি কলেজের শতাধিক পরীক্ষার্থীদেড় ও মার্কসিটে ইংরেজি বিষয়ের নম্বর আসে নি lঅবশেষে অধ্যক্ষর মারফত শিক্ষা সংসদে একটি দরখাস্ত প্রেরণ করেন ছাত্র ছাত্রীরা lএদিকে পরীক্ষার্থীদের সমস্যা অতি শীঘ্রই সমাধানের জন্য শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকীর্তরা lযদি তাদের দাবি পূরণ না হয় আগামীতে শ শ ছাত্র ছাত্রীদের নিয়ে তীব্র আন্দোল গড়ে তলা হবে বলে করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা lশিলচর প্রতিনিধির রিপোর্ট