জল জীবন মিশনের নামে বৃহৎ দুর্নীতি হাইলাকান্দিতে। জলের পরিবর্তে নল বসিয়ে কাজ সারলো হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরী বিভাগ স্বাধীনতার ৭৫ বছর পর ও একফোঁটা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার একটি গ্রামে। কোথায় আছে এই গ্রামটি? সরকার বলছে হর ঘর নল ঘর ঘর জল কিন্ত এই প্রতিশ্রুতি শুধু বড় বড় বেনারে বাস্তবে নয়। এই দৃশ্য দেখেন এই দৃশ্যটি হচ্ছে হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানের অন্তর্গত লক্ষীনগর দ্বিতীয় খণ্ডের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পান নি একফোঁটা বিশুদ্ধ পানীয় জল। বহুবার হাইলাকান্দি জেলা প্রশাসন এবং সরকারকে পানীয় জলের ব্যবস্থা করার দাবী জানিয়েছিলেন যদিও আজ পর্যন্ত পান নি বিশুদ্ধ পানীয় জল। গত দু বছর পূর্বে জল জীবন মিশনের অধীনে এই গ্রামে জনস্বাস্থ্য কারিগরী বিভাগ একটি পিএইচি বানিয়েছিল এবং ঘরে ঘরে নল দিয়েছে কিন্ত এই নল আজকের দিনে শুধু ফুলদানির মত রয়েছে কোন কাজের নয়। কেননা দুবছর হয়েছে যদিও আজ পর্যন্ত এই নল থেকে আসে নি একফোঁটা ও জল যার জন্য এই গ্রামের প্রায় ২০০ পরিবার নদীর জল পান করে জীবন রক্ষা করছেন। এই গ্রামের একমাত্র
জনস্বাস্থ্য বিভাগের কেরামতি! বিপাকে জনগণ।
ভরসা এই নদী। নদীর জল পান করে বহু রোগের সমস্যা হয়েছে এই গ্রামে। সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে তাদের আহ্বান অতি শীঘ্রই এই পিএইচি টি মেরামতি করে বিশুদ্ধ পানীয় জল খাওয়ার ব্যবস্থা করার দাবী জানিয়েছেন স্থানীয় জনগণ।