গুজরাট সাই-য়ে যাচ্ছেন বিশেষ ভাবে সক্ষম শিলচরের খুদে প্যারা প্যাডলার বিপ্রজিতস্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া-র সাই নজরে পড়লেন বিশেষ ভাবে সক্ষম শিলচরের খুদে প্যারা প্যাডলার বিপ্রজিত দেব। গুজরাটের গান্ধীনগরে সাই সেন্টারে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বিপ্রজিত। গান্ধীনগরের উদ্দেশে বিপ্রজিত শিলচর থেকে রওয়ানা হবেন আগামী ৩ জুন। সঙ্গে যাবেন তার বাবা ও মা। বিপ্রজিত কেন্দ্রীয় বিদ্যালয়ের তারাপুর ক্লাস সিক্সের ছাত্র। মধ্যপ্রদেশের ইন্দোরে জাতীয় প্যারা প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছিল শিলচরের এই খুদে প্যারা টিটি খেলোয়াড়। জাতীয় প্যারা মিটে কোয়ার্টার ফাইনালে বাংলার বিপক্ষে হেরে যায় বিপ্রজিত। উল্লেখ্য বিপ্রজিত শিলচর অম্ভিকাপট্রির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নজরে পড়লেন বিশেষ ভাবে সক্ষম প্যারা পেডলার।
সুযোগ্য সন্তান। ছোট বেলা থেকেই বিপ্রজিতের মধ্যে খেলাধূলার প্রতিভা ছিলো। ফলে তাকে উৎসাহ যোগাতে কোনও কার্পণ্য করেননি বাবা বিশ্বজিত দেব ও মা মিতালী দেব। বিপ্রজিতকে উৎসাহ দিতে অনেকবার সংবর্ধনা প্রধান করেন ক্রীড়ামহলের অনেকেই। সে শিলচর ডি এস এর টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। বিপ্রজিতের কোচ পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী সংবাদ মাধ্যমে কে জানান বিশেষ ভাবে সক্ষম হলেও তার ভিতরে প্রতিভা রয়েছে প্রতিবন্ধতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম করে আজ সে এই স্থানে পৌঁছেছে। তারা আশাবাদী গুজরাট সাইয়ে সে প্রশিক্ষণ নেওয়ার পর তার ভবিষ্যৎ আরোও উজ্জ্বল হবে।শিলচর প্রতিনিধির রিপোর্ট।