সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও তফসিলি জাতিভুক্ত ছাত্র ছাত্রীদের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইন মোডে দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল NSP- https://scholarships.gov.in যোগে ছাত্র ছাত্রীদের দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দরখাস্ত যাচাইর সংশোধিত শেষ
করিমগঞ্জে তফসিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের প্রি- ম্যাট্রিক ও পোস্ট – ম্যাট্রিক স্কলারশিপের আবেদনের সময়সীমা বৃদ্ধি In Karimganj, the deadline for applications for pre-matric and post-matric scholarships for Scheduled Caste students has been extended.
তারিখ হচ্ছে ১৫ ডিসেম্বর। এতে রাজ্যের তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সঞ্চালকালয় থেকে এক বিজ্ঞপ্তি যোগে এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।