বিজেপি নেতার উপর প্রাণঘাতী আক্রমন চালালো বিজেপির অন্য এক নেতা।ঘটনাকে ঘিরে উত্তপ্ত করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত কালীবাড়ি এলাকা।প্রতিবাদে কালীবাড়ি পুলিশ ফাঁড়ি ঘেরাও পাঁচশো লোকের।প্রাণঘাতী আক্রমনে আহত ভৈরবনগর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রাজেশ দাস৷ বিজেপি নেতা রণজিৎ দাস সহ আরও দুজন এই কান্ডে জড়িত থাকার অভিযোগ।বৃহস্পতিবার রাতে
বিজেপি নেতার উপর আক্রমণ বিজেপি নেতার। আতঙ্ক রামকৃষ্ণনগরে।Attack on BJP leader by BJP leader, panic in Ramkrishnanagar.
রাজেশ দাসের উপর প্রাণঘাতী আক্রমন চালিয়েছিল তারা বলে অভিযোগ।অভিযুক্তকে অতিসত্তর করায়ত্ত করে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি।অন্যতায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার হুংকার প্রতিবাদকারীদের।বর্তমানে রণজিৎ দাস নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।