শুক্রবার একুশে জুন অর্থাৎ ১০তম আন্তর্জাতিক যোগা দিবস ঘটা পালিত হলো উত্তর জেলা সদর ধর্মনগরে। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা শাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী , জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক,
উত্তর জেলা সদরে আন্তর্জাতিক যোগা দিবস পালন,উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ।In the district headquarters of north tripura, International Yoga Day was observed, attended by the Speaker of the Legislative Assembly
শিক্ষা অধিকর্তা এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।অধ্যক্ষ শ্রী সেন বলেন,আট থেকে আশি সকলের যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকতে পারবে।এই দিনটি সারা বিশ্বে যোগা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তাই তিনি সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান যেনো নিয়মিত যোগ ব্যায়াম করেন। এতে যেমন শরীরে বিভিন্ন রোগ থাকে না তেমনি মনও প্রসন্ন হয়।ব্যুরো রিপোর্ট ।