রামকৃষ্ণ নগর মন্ডল বিজেপি, পতঞ্জলি যোগ পীঠ ও রামকৃষ্ণনগর কলেজের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন।সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগরে ও যোগ দিবস উদযাপন হয়। এদিন সকাল সাত ঘটিকায় রামকৃষ্ণনগর কলেজের অডিটোরিয়াম হলে রামকৃষ্ণ নগর মন্ডল বিজেপি, পতঞ্জলি যোগ পীঠ ও রামকৃষ্ণনগর কলেজের যৌথ উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। যোগ ব্যায়ামের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করে প্রশিক্ষণ দেন যোগ প্রশিক্ষক আশিস পাল। এতে অংশগ্রহণ করেন ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, প্রীতম পাল, চেয়ারম্যান
যোগ পীঠ,মণ্ডল বিজেপি ও মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন রামকৃষ্ণ নগরে।In cooperation with the Yoga Peeth, Mandal BJP, and college International Yoga Day was observed in Ramkrishna Nagar.
প্রতিমা নাথ, রামকৃষ্ণ নগর মন্ডল বিজেপির সভাপতি বিশ্বতোষ সেন, সহসভাপতি নুপুর সাহা, রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৈকত দত্ত চৌধুরী, রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী, কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নীলু নাথ, হিন্দি অধ্যাপক রামাধর প্রজাপতি, মহিলা মোর্চার সভানেত্রী রিতু সরকার ও স্থানীয় লোকেরা। এই যোগ দিবস সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী ও বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন। এই যোগ দিবসে কলেজের এনসিসি ক্যাডাররা অংশগ্রহণ করে। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট।