উচ্চ মাধ্যমিকে নজড়কাড়া ফলাফল প্রত্যন্ত অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের।এবারের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষায় একশো শতাংশ ফলাফল করলো কটামণি কলেজিয়েট স্কুল।উক্ত স্কুলের কলা শাখা থেকে এবার পরীক্ষায় বসেছিল মোট চব্বিশ জন ছাত্র ছাত্রী যার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ষোলো জন, দ্বিতীয় বিভাগে ছয় জন,তৃতীয় বিভাগে দু জন।পাশাপাশি উক্ত স্কুলের বাণিজ্য শাখা থেকে পরীক্ষায় বসেছিলেন চার জন তাঁরা সবাই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য যে এবার স্কুলে স্টার মার্কস এসেছে পাঁচটি।বিষয় অনুসারে লেটার এসেছে একত্রিশটি। এম আই এল বাংলায় এগারোটি, এডভ্যান্স বাংলায় এগারোটি, লজিক ও ফিলোসফিতে সাতটি, পলিটিক্যাল সায়েন্সে একটি,এগ্রিকালচারে একটি।এদিকে কটামনি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আনসার হুসেন নিউজ অবিকল কে জানান এবারের ভালো ফলাফলের পিছনে কারণ হলো স্কুলের প্রত্যেকজন অধ্যাপক ও অধ্যাপিকার কঠোর পরিশ্রম এবং কতৃপক্ষের সহযোগিতা। তিনি বলেন এই অঞ্চলের মানুষ অত্যন্ত দরিদ্র,অনেক দরিদ্র পরিবারে ছাত্র ছাত্রীদের কে আমরা নিয়ে এসেছিলাম আমাদের স্কুলে তারা মাধ্যমিকে তৃতীয় বিভাগে পাস করেছিল কিন্ত আমাদের এই স্কুলে এসে তাঁরা উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে স্টার মার্কস ও পেয়েছে।সঞ্জিত কৈরী ও রঞ্জিত কৈরীর রিপোর্ট ।