MGNREGA এর অধীনে ভুয়ো পুকুর দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হাইলাকান্দি উন্নয়ন খন্ডের। কমিউনিটি পুকুরের নামে বৃহৎ দুর্নীতি হাইলাকান্দিতে।হাইলাকান্দি জেলার সুদর্শন পুর বন্দুকমারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘমারা অঞ্চলে সরকার নির্মাণ করছে ২৮ লক্ষ টাকা ব্যয়ে একটু পুকুর। কিন্ত কী স্বার্থে এই পুকুরটি নির্মাণ করা হচ্ছে? পুকুরটির নাম কমিউনিটি পুকুর কিন্ত যেখানে নির্মাণ করা হচ্ছে সেখানে নেই কোন মানুষের ঘর,গভীর জঙ্গলের ভিতরে হাইলাকান্দি উন্নয়ন খণ্ড নির্মাণ করছে এই পুকুরটি। প্রায় ২৮ লক্ষাধিক টাকা পুকুর নির্মাণের নামে সরকার বরাদ্দ করেছে কিন্ত হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের এক জন ইঞ্জিনিয়ার এবং জি আর এস মিলে এই ভুয়ো পুকুর দেখিযে টাকা আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করেছে আশু ও রাইজর দল। আজ আসুর আঞ্চলিক কমিটি এবং রাইজর দলের কর্মকর্তারা এই অঞ্চল পরিদর্শন করে বৃহৎ দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন, পাশাপাশি তাঁরা বলেন এক সপ্তাহের ভিতরে তদন্ত ঘোষণা না করলে ভোট গণনার পর বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন বলে হুংকার প্রদান করেন। ব্যুরো রিপোর্ট।