মাদক বিরোধী অভিযানে ধলাইয়ে পুলিশের গুলি।গ্রেফতার একধলাইয়ে গুলি চালালো পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাচারকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ল কাছাড় পুলিশ। ঘটনাটি ঘটেছে ধলাই চান্নিঘাটে ৩০৬ নম্বর জাতীয় সড়কে শুক্রবার সন্ধ্যায়। তবে হতাহত হয়নি কেউই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে এ দিন সন্ধ্যার দিকে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের চান্নিঘাটে গাড়ি চেকিং শুরু করে পুলিশের দল। সেসময় একটি ব্যক্তিগত বাহন ও একটি স্কুটিতে করে তিন মাদক পাচারকারী পৌঁছে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ মাদক পাচারকারীদের পাকড়াও করতে দুই রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলি চালানার মধ্যেও পালিয়ে যেতে সক্ষম হয় দুই পাচারকারী। তবে পুলিশ তমিজুর রহমান লস্কর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৫৫ টি সাবান কেসে ৭৫০ গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত তমিজুর রহমান ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজ গোবিন্দপুরের বাসিন্দা। পুলিশ তুমিজুর রহমানকে গ্রেফতারের পাশাপাশি মাদক সরবরাহে ব্যবহৃত বাহন দুটি নিজেদের হেফাজতে নিয়েছে।ব্যুরো রিপোর্ট