আসাম রাইফেলসের উদ্যেগে একদিনের অস্ত্র ও সারঞ্জাম প্রদর্শন অনুষ্ঠিত হলো কদমতলার জিরি কলেজে। শিশু ও ছাত্রদের মধ্যে নয় মার্চ অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন অনুষ্ঠিত হয় মনিপুরের জিরিবাম জেলার কদমতলার জিরি কলেজে। এই এলাকার পাঁচটি স্থানীয় স্কুলের কুকি মেইতেই ও মিশ্র জনজাতির দুশো পঞ্চাশ জন ছাত্রদের মধ্যে অস্ত্র প্রদর্শন অনুষ্ঠিত করে আসাম রাইফেলস। সেখানে গিলজি অরফানেইজ সম্প্রদায়ের স্থানীয় লোকজনরা ও উপস্থিত ছিলেন অস্ত্র প্রদর্শনে। প্রদর্শনটি শিশু ও শিক্ষকদের মধ্যে শুরু হয়েছিল।এই প্রদর্শন কোম্পানী কমান্ডার এর সংক্ষিপ্ত ভাষণের পর শুরু হয় তারপর শিশুরা অস্ত্র স্পর্শ করে খুব আনন্দিত হয়। শিশুদের দেশের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ।সশস্ত্র বাহিনীতে যোগদান করে এবং গৌরবের সাথে জাতির সেবা করার জন্য তাদের উৎসাহ প্রদান করেন কোম্পানী কমান্ডার। শেষে গ্রুপিং আলোচনা পর জলপান করে প্রদর্শনের সমাপ্তি ঘটে।ব্যুরো রিপোর্ট