বাজি পটকা পুড়িয়ে জয়ের উল্লাসে মেতে উঠেন সীমান্ত এলাকার জনগণ।বিজেপির জয়ের উল্লাসে বিভিন্ন স্থানে দলীয় কর্মী সমর্থকরা আনন্দে মেতে উঠছেন। তা থেকে পিছিয়ে নেই পাথারকান্দির সীমান্ত এলাকা কুকিতল জিপির কয়লাঘাট।পূর্বের নির্ধারিত সূচী অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর এক টা নাগাদ কয়লাঘাটের দুটি বুথ কেন্দ্রের প্রায় পাচ শতাধিক পুরুষ মহিলা যুবক সহ দলীয় কর্মী সমর্থকরা এসে জড়ো হন স্থানীয় কালচাঁদ বাড়িতে। সেখান থেকে হাতে দলীয় পতাকা নিয়ে বেলা দেড় টা নাগাদ এক বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কাছারিগাঁও,নয়াগাওঁ,বাসন্তিনগর কয়লাঘাট প্রভৃতি এলাকা পরিক্রমা করে পুনরায় কালাচাঁদ বাড়িতে এসে মিছিলের সমাপ্তি ঘটে।মিছিলে পুরুষ মহিলা,যুবকরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।মিছিলে বিভিন্ন স্থানে স্থানে গানের তালে নৃত্য করেন পুরুষ ও মহিলারা এবং আবীর খেলেন।উল্লেখ্য পাথারকান্দি সমষ্টিতে এই প্রথম বিজয় মিছিল করা হয়েছে।আজকের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কুকিতল জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সজল কুর্মী,সমাজকর্মী শিবুরঞ্জন দাস,শক্তিকেন্দ্র প্রমুখ প্রমোদ নমঃশূদ্র,বুথ কমিটির সভাপতি সুখ দেব নমঃশূদ্র,রামু বিশ্বাস,উত্তম দাস,অপু পাল,বাদল দাস, সুধাময় নমঃশূদ্র, লিটন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা।রঞ্জিত কৈরীর রিপোর্ট ।