শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ভোট দিতে গিয়ে এমনটাই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার ধূপগুড়ির বৃদ্ধা ভোটারের।নাম বাসন্তী দাস। ধূপগুড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাত সকালে উঠে বৈরাতিগুড়ি হাই স্কুলে AC 15/186 ভোটকেন্দ্রে ভোট দিতে যান তিনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকেন, সেখানে গিয়েই চমকে ওঠেন তিনি।ভোট দিতে গিয়ে জানতে পারেন বাসন্তী দাস নাকি ‘মৃত’। লিস্টে তাঁর নাম ডিলিট। ভোট না দিতে পেরে মন খারাপ করে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসেন তিনি। চোখের জল ধরে রাখতে পারলেন না বাসন্তী দেবী। ভোট দিতে গিয়ে নিজের চোখে ভোটারের তালিকায় নিজেকে মৃত। ভোটের ডিউটিতে থাকা প্রিসাইডিং অফিসার জানান, তাঁর কিছু করার নেই ভোটার তালিকায় ডিলিট রয়েছে তাই ভোট দিতে পারবেন না তিনি, তাই ফিরিয়ে দেওয়া হয়েছে ওই বৃদ্ধাকে। বৃদ্ধার ছেলে উজ্জ্বল দাস বলছেন,’মা একাই ভোট দিতে গিয়েছিল। কিন্তু ওখান থেকে বলে তোমার নাম নেই তুমি মৃত। মা বাইরে এসে আমাদের জানায়। ফের কথা বললে জানায় নামের জায়গায় মৃত লেখা আছে। আমরা পরে বুঝে নেব। মা প্রায় দেড় ঘণ্টা ভোটের লাইনে দাঁড়িয়ে ছিল। তারপরেও ভোট দিতে পারেনি। আমরা তো প্রতিবার তো এখানেই ভোট দিই। এবারে কী হল জানি না।’