বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা ও পরিমল শুক্লবৈদ্যর পালে হাওয়া দিতে আগামীকাল অর্থাৎ শনিবার ফের করিমগঞ্জ জেলার পাশাপাশি বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ গুয়াহাটি থেকে সকালে এসে কুম্ভিরগ্রাম বিমানবন্দরে এসে সকাল ১১টায় যাবেন ধলাইয়ে। সেখানে জনসভায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে বক্তব্য রাখবেন। সেখান থেকে দুপুর ১২.৩০ মিনিটে যাবেন বড়খলায় সেখানে জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর ১.৩০ মিনিটে পাথারকান্দির ইচাবিল খেলার মাঠে কৃপানাথ মাল্লার হয়ে জনসভায় বক্তব্য রাখবেন। এরপর বিকেল তিনটেয় তিনি সোজা যাবেন উত্তর করিমগঞ্জে সেখানে জনসভায় অংশগ্রহণ করবেন। শেষে হাইলাকান্দিতে রয়েছে মুখ্যমন্ত্রীর রোড শো তে অংশগ্রহণ করে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে প্রচার চালাবেন।