করিমগঞ্জ থেকে মন্ত্রী করা হচ্ছে পাথারকান্দির বিধায়ক কৃষেন্দু পাল কে এই কথা বলে মন্ত্রী হওয়ার জন্য আগাম মিষ্টিমুখ করলেন মুখ্যমন্ত্রী। আজ পাথারকান্দির ইচাবিল চা বাগানের খেলার মাঠে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহর হয়ে প্রচারে অর্থাৎ বিজয় সংকল্প সমাবেশে এসে প্রধান বক্তার বক্তব্য একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিদ্ধারিত সময়ের অনেক দেরিতে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে মুখ্যমন্ত্রীর সংগে আসেন বিধায়ক কৌশিক রাই। মঞ্চে উঠতেই জমকালো সংবর্ধনার জোয়ার ভাসেন মুখ্যমন্ত্রী। বিজেপির প্রত্যক কার্যকর্তাই উপহার তুলেদেন। বিধায়ক কৃষেন্দু পাল বিশাল ফুলের মালা দিয়ে মঞ্চে বরন করেন মুখ্যমন্ত্রী কে৷ আজকের এই সভায় প্রচন্ড দাবদাহের মধ্যেও তিল ধারনের জায়গা ছিলো না। মঞ্চে উঠেই হাতে মাইক্রোফোন নিয়ে উপস্থিত বিজেপি সমর্থকদের সম্বোধন করে তাদের ভালো মন্দের খবর নেন৷ উপস্থিত জনতা তখন মুখ্যমন্ত্রী কে আইলাভইউ মামা বললে প্রতিত্তোরে সেইম টু ইউ, বলে উপস্থিত সমর্থকদের উৎসাহ বৃদ্ধি করেন বিজেপি স্টার কেম্পেইনার হিমন্ত বিশ্ব শর্মা। এরপর আকৌ একবার মোদী সরকার গানের তালে তালে কোমড় হেলিয়ে দুলিয়ে নৃত্য করেন। মুখ্যমন্ত্রীর সংগে কোমড় দোলাতে দেখা যায় বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহ, বিধায়ক কৃষেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকার কে। কিছুক্ষন পর শুরু হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। প্রথমেই তিনি বলেন আজকের এই জনসমুদ্র দেখে মনে হচ্ছে পাথারকান্দি বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাহ ৮০ থেকে ১ লক্ষ ভোট পাব৷আজকের এই জনসভায় উপস্থিত হিন্দু, মুসলমান, মাইমাল,কিরান,উপজাতি,মনিপুরির মিলন ভূমি দেখে মনে হচ্ছে এটাই মিনি ভারতবর্ষ। আমাদের এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন করবো। ২০২৬ সাল পর্যন্ত আসামে আছে এবং আগামী পঞ্চাশ বছর পর্যন্ত বিজেপি আসামে থাকবে। আমাদের এখন কাজ হলো নরেন্দ্র মোদি কে প্রধানমন্ত্রী বানাতে আর নরেন্দ্র মোদি কে প্রধানমন্ত্রী বানাতে আমাদের কৃপানাথ মাল্লাহ কে ভোট দিয়ে জয়ী করাতে হবে। এদিন মুখ্যমন্ত্রী কংগ্রেস ও এআইইউডিএফ কে পুরনো মুদ্রার সাথে তুলনা করে বলেন এখন পুরনো মুদ্রার মতো বাজারে কংগ্রেস, এআইইউডিএফ নেই। বলেন এআইইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধরী আর কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হারছে এটা স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যকালে আমরা সবাই শান্তিতে আছি বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকা সব জাতি জনজাতির লোক খুশী। খুশি থাকার পাশাপাশি মোদীজী প্রত্যেক পরিবারে পাচঁ কেজি রেশন দিচ্ছেন সংগে মোদিজী গ্যাসের সিলিন্ডার দিচ্ছেন যে সিলিন্ডারের দাম বাজার থেকে তিনশো টাকা কম।রোগশোক হলে আয়ুস্মান ভারত কার্ডের মাধ্যমে পাচঁ লক্ষ টাকা চিকিৎসা বাবদ দিচ্ছেন। আমি যখন অসমের মুখ্যমন্ত্রী হয়েছি তখন আমি সবাইকে বলেছিলাম যদি বিজেপির সরকার হয় তখন বেকার যুবক যুবতীদের এক লক্ষ চাকুরী দেব বিনে পয়সায় তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি কারন সব জায়গায় দালাল আছে। আর এই তিন বছরে ১ লক্ষ চাকুরী দিয়েছি দালাল বিহীন বিনে পয়সায়। আজ আমি ঘোষণা করছি নির্বাচনের পর আরও বেকার যুবতীদের পঞ্চাশ হাজার চাকুরী দেব৷ জুলাই মাস থেকে পুলিশের ইন্টারভিউ হবে। সেপ্টেম্বর, অক্টোবরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ইন্টারভিউ হবে পাশাপাশি ম্যাজিস্ট্রেট, ডিএসপি ইন্টারভিউ হবে। আর দালালদের এক টাকাও খেতে দেব না।তিনি আরও বলেন প্রধানমন্ত্রী আবাস যোযনার ঘরের জন্য জিও টেক করতে হয় আর দালালরা এতে টাকা নিত কিন্তু এখন পঞ্চায়েত কর্মচারীয়ে জিও টেক করতে হবেনা নিজের ঘর নিজে জিও টেক করবেন এই নতুন নিয়ম আমরা আনছি। মুখ্যমন্ত্রী বলেন পাথারকান্দির বিধায়ক কৃষেন্দু পাল বলেছেন কিছু লোক এখনো অরুনোদয় পায়নি আমি আজ ঘোষণা করছি পাথারকান্দির প্রতিটি ঘরে একটি করে অরুনোদয় দেব কোনো পরিবার বাদ পড়বে এতে সে হিন্দু হোক, মুসলিম হোক বা যেকোনো জাতির হোক। আজ মাধ্যমিকের ফল বের হয়েছে চার লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর তিন লক্ষ উত্তীর্ণ হয়ে গোটা রাজ্যে এখন তারা কি করবে কারন এক লক্ষ বাচ্চা কলেজে যাবে আর দু লক্ষ যাবেনা কারন কলেজে ভর্তি ফি লাগবে,আসা যাওয়ার খরচ লাগবে, বই কিনতে টাকা লাগবে তবে এ বছর থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক একাউন্টে সরকার থেকে টাকা দেওয়া হবে। পাশাপাশি ২০২৬ সালের পূর্বে মহাসড়কের কাজ শেষ হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন করিমগঞ্জে জিতছি, বিধায়ক কৃষেন্দু পালের মন্ত্রীত্ব প্রসঙ্গে বলেন কৃষেন্দু পাল মন্ত্রী হবে তাই মিষ্টিমুখ করলাম, প্রথম পর্যায়ের নির্বাচনে পাচঁটার পাচঁটা জিতবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন প্রথম পর্যায়ের নির্বাচনে বিরোধীরা ক্লিন সুইপ। এদিকে মমতা ব্যানার্জি প্রসঙ্গে বলেন আসামের চিন্তা মমতাকে করতে হবেনা তিনি পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা করুন। ১২৬ আসনে যদি আগামী বিধানসভা নির্বাচনে তৃনমুল কংগ্রেস প্রার্থী দেয় তবে এর খরচ আসবে পশ্চিমবঙ্গ থেকে অসমের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে৷ তৃতীয় পর্যায়ের নির্বাচনে ধুবড়িতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে আমাদের কার্যকর্তারা ভালোভাবে কাজ করছে জিতার সম্ভাবনা আছে যদিও আমি গেলে পাকাপাকি ভাবে বলতে পারবো৷ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে করিমগঞ্জ ও নগাও আসন জেতা কঠিন ছিলো এখন পুরো সহজ আছে। আগামীকাল শিলচর কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে রোড শো করার কথাও জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷পাশাপাশি করিমগঞ্জ থেকে কৃষেন্দু পাল কে মন্ত্রী করার ইংগিত দেন মুখ্যমন্ত্রী।অনিমেষ দেব ও রঞ্জিত কৈরীর রিপোর্ট নিউজ অবিকল।