গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট লেটারে নির্বাচিত ভোট গ্রহণ কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটের দিনক্ষণ ঘোষণা
আসন্ন লোকসভা নির্বাচনে গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট লেটারে নির্বাচিত পোলিং কর্মীদের পোস্টাল ব্যালট পেপারে ভোটদানের জন্য দিনক্ষণ ঘোষণা করেছে হাইলাকান্দি জেলা নির্বাচন বিভাগ। পোস্টাল ব্যালট পেপার সেলের অফিসার ইনচার্জ এক বিজ্ঞপ্তিতে পোলিং কর্মী যারা প্রয়োজনীয় নথি সহ পোস্টাল ব্যালট পেপার সেলে পূরণ করা ফর্ম 12 জমা দিয়েছেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোট দেওয়ার জন্য সেখান থেকে একটি স্লিপ পেয়েছেন কেবল তাদেরকে পোস্টাল ব্যালট ভোটের সুবিধা কেন্দ্র/স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের কাজে নিয়োজিত 07-করিমগঞ্জ এইচ পি সি এর অধীনেএল এ -121 এবং এল এ -122 এর জন্য বিশ এপ্রিল হাইলাকান্দি এস এস কলেজে ।। 21 এপ্রিল থেকে 24 এপ্রিল 07-করিমগঞ্জ এইচ পি সি এর অধীনে এল এ 121 এবং এল এ 122-এর জন্য ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিনি কনফারেন্স হলের পাশে।।।। অন্যান্য এইচ পি সি র জন্য 21 এপ্রিল থেকে 24 এপ্রিল ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরে সাব রেজিস্ট্রার অফিসের পাশে।।।।।
07-করিমগঞ্জ এইচ পি সি এবং অন্যান্য এইচ পি সি এর জন্য পঁচিশ এপ্রিল গভট. ভি এম স্কুলের অস্থায়ী শেডের সুবিধা কেন্দ্রে। তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য 02 মে থেকে 06 মে পর্যন্ত ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরের মিনি কনফারেন্স হলের পাশে।
গ্রুপ অ্যাপয়েন্টমেন্ট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটের দিন ঘোষণা জেলা নির্বাচন বিভাগের।
Leave a review
Leave a review