রাজ্য সভায় হ্রাস পেয়েছে বিজেপির শক্তি, এখন থেকে কীভাবে পাস হবে বিল। শুধুমাত্র লোকসভায় নয়, রাজ্য সভাতে বিজেপি এবং এন ডি এ এর সংখ্যাগত শক্তি হ্রাস পেয়েছে। রাজ্য সভায় বিজেপির চারজন মনোনীত সদস্য শনিবার অবসর গ্রহণ করেন। এর সঙ্গে সঙ্গেই উচ্চ সদনে অর্থাৎ রাজ্য সভায় বিজেপির শক্তি ৮৬ এবং এন ডি এর শক্তি ১০১ এ হ্রাস পেয়েছে।১৯ টি আসন খালি হওয়ার জন্য রাজ্য সভায় বিজেপির অশান্তি বাড়বে কী? কম সংখ্যার জন্য এন ডি এ এর লোকসান হবে কী? গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করতে এন ডি এ এর হাতে শক্তি তথা সমর্থক আছে কি না? এই ক্ষেত্রে বলতে গেলে, বিজেপির অবস্থা এখনও শক্তিশালী। সংখ্যার খেলায় বিজেপি এখনও এগিয়ে রয়েছে। আগামী বাজেট অধিবেশনে সাত জন অরাজনৈতিক মনোনীত সদস্য, দুই জন নির্দলীয় এবং এ আই এ ডি এম কে এবং বি এস
রাজ্য সভায় হ্রাস পেতে চলেছে বিজেপির শক্তি। বিল পাস করতে সক্ষম কী বিজেপি?The BJP is seeking to diminish the strength in the State Assembly. Can they pass the bill?
আর সিপির মত বন্ধুত্বপূর্ণ দলের সহযোগে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করতে এন ডি এর হাতে এখনও সংখ্যা আছে। কিন্ত অন্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে মনোনীত শ্রেনীর অন্তর্গত খালি পদসমূহ অতি শীঘ্রই পূরণ করা গুরুত্বপূর্ণ হবে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুসারে রাজ্য সভার রাকেশ সিনহা, রাম সকাল, সোনাল মান সিং এবং মহেশ জেঠ মালানি চারজন মনোনীত সদস্য। শনিবার এই কয়েকজন অবসর গ্রহণ করেন। রাজ্য সভার জন্য মনোনীত হওয়ার পর আনুষ্ঠানিক ভাবে বিজেপির সঙ্গে জড়িত হোন। মনোনীত শাখার অন্য একজন হয়েছেন বিজেপির অংশে গোলাম আলী।২০২৮ সনের সেপ্টেম্বর মাসে অবসর নেবেন তিনি। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।