উদ্যোগিক প্রশিক্ষন প্রতিষ্ঠান(আই টি আই) এবং এর ওয়ার্কশপ বিল্ডিং তৈরীর পর প্রশিক্ষণ শুরু হলে রামকৃষ্ণনগর সহ এর পার্শ্ববর্তী এলাকার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ভালো পদে প্রতিষ্টিত হবে।আগে এরা তেমন প্রশিক্ষণ পান নি তাদের অনেক কিছু জানা থাকলেও এর কোনো সার্টিফিকেট না থাকায় এরা ভালো কিছুতে সুযোগ পায় নি তবে আই টি আই টেকনিক্যালের প্রশিক্ষণ পেলে এরা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে।
তখনই রামকৃষ্ণনগর আই টি আই তৈরি হওয়া সার্থক হবে।রামকৃষ্ণনগর উদ্যোগিক প্রশিক্ষন প্রতিষ্ঠান (ITI) চত্বরে আসাম সরকার এবং টাটা স্টিল কোম্পানির যৌথ উদ্যোগে ১,৯৩,৩৫,০০ টাকা ব্যায়ে নির্মিত অতিরিক্ত ওয়ার্কশপ বিল্ডিং এর শিলান্যাস অনুষ্ঠানে একথা বলেন বিধায়ক শ্রী বিজয় মালাকার।এছাড়া তিনি এই এলাকার পূর্বের চিত্র তুলে ধরেন জনসম্মুখে।পাশাপশি কংগ্রেস আমলে রাতাবাড়ি বিধানসভার চেহারা কেমন ছিল আর আজকের দিনে কেমন হয়েছে সেটাও উল্লেখ করেন ওই অনুষ্ঠানে।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক বিজয় মালাকার ছাড়া বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সভাপতি হীরেষ বিশ্বাস,রামকৃষ্ণনগর ক্রীড়া সংস্থার সভাপতি ও করিমগঞ্জ জেলা বিজেপির কার্যকরী সদস্য মৃগাঙ্ক দত্ত চৌধুরী,রামকৃষ্ণ নগর পুরসভার উপ পুরপতি হিমাংশু দেব এবং করিমগঞ্জ পূর্ত বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার নিরঞ্জন রায়।এদিনের অনুষ্ঠানের পূর্বে বিধায়ক বিজয় রামকৃষ্ণনগর পুরসভার পুরনেত্রী প্রতিমা নাথ,বিভাগীয় আধিকারিক এবং দলের অন্যান্যদের সাথে নিয়ে ওই ওয়ার্কশপ বিল্ডিং এর শিলান্যাস করেন।
এরপর সবাইকে নিয়ে সেখানের কাজগুলো খতিয়ে দেখার পাশাপশি জায়গা পরিদর্শন করেন।এরপর সবাই মিলে সভায় যোগদান করেন।সভার প্রারম্ভে বিধায়ক সহ মঞ্চে উপস্তিত ব্যাক্তিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।এর পর একের পর এক সবাই বক্তব্য রাখেন। মৃগাঙ্ক দত্ত চৌধুরী বক্তব্যে রাখতে গিয়ে বিধায়ক বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েন।
পাশাপশি তিনি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা গানকে ব্যাখ্যা করে বিধায়ক বিজয়কে উন্নয়নের পাগল বলে আখ্যায়িত করেন।এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক নিরঞ্জন রায়, বিমান চন্দ্র কর, নিপা পাল, মন্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, রামকৃষ্ণনগর পুরসভার পুরনেত্রী প্রতিমা নাথ, উপ পুরপতি হিমাংশু দেব, জেলা বিজেপি কার্যকরী সদস্য রঞ্জিত কর, মৃগাঙ্ক দত্ত চৌধুরী, মন্ডল উপ-সভাপতি বিশ্বতোষ সেন, সাধারণ সম্পাদকদ্বয় সন্দীপ দত্ত, প্রীতম পাল সহ মন্ডল যুব মোর্চার সভাপতি সৌরভ দশ সহ দলীয় কার্যকর্তারা।