হাইকোর্টের নির্দেশের অবমাননা।
বন বিভাগকে ম্যানেজ করে চলছে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের অবৈধ কর্মকাণ্ড।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউনিটের চতুঃসীমা এখনও নির্ধারণ না হলেও সাহেবঘাট, সুখাছড়া, ঠালিগ্রাম এবং মধুরা থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করে চলছে কারবার।
সেগুন গাছ কেটে নির্মাণ করা হয়েছে অবৈধ পাথর সরবরাহের রাস্তা।
প্রতি সিএম পাথর বিক্রি হচ্ছে ৬২৫ টাকায়।
অথচ সরকারি মূল্য ২৪০ টাকা।
এর জন্য দেওয়া হচ্ছে না কোনও রসিদও।লরিতে করে যে পরিমাণ পাথর সরবরাহ করা হয়।
এর সঙ্গে চালানের কোনও মিল নেই। দীর্ঘদিন ধরে চলছে পাথর সিন্ডিকেটের সাম্রাজ্য।
স্থানীয়রা অভিযোগ করেন বন বিভাগের যোগ সাজেসে মদতেই চলছে সব কিছু। হয়ত এর আড়ালে কোনও বড় মাথাও রয়েছে।
ভয়াবহ এই দুর্নীতি নিয়ে কী অভিযোগ করলেন আমজনতা।