শিলচর শহরের রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাত করেন।শুক্রবার শিলচর সোনাই রোডের প্রেসকার রোডের NHIDCL কার্যালয়ে শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শিলচর শহরের বেহাল রাস্তার বিষয়ে অবিযোগ জানালেন NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের কাছে তিনি আশ্বাস দিয়েছেন আজ রাত থেকেই গর্তভরাটের কাজ শুরু করে দেবেন।সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন শিলচর শহরের রাস্তা সংস্কারের দাবি নিয়ে NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের সাথে কথা বলেছেন কিন্তু NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘর বলেন শিলচর শহরের ড্রেনের যে কাজ হচ্ছে তাদেরকে না জানিয়ে করা হচ্ছে পৌরসভা ইচ্ছামত মতো শিলচর শহরে বিভিন্ন জায়গাতে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে এতে রাস্তার দুরবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন তারা যখন ড্রেনের কাজ করেছে রাস্তার কাজ ও তাদের করা উচিত সজল বণিক ও রাজেশ দে বলেন শিলচর শহরের রাস্তার পাশে বিশালতার গর্তে থাকার কারণে
শিলচরে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করলো এনএইচআইডিসিএল আধিকারিক।
প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে ও শিলচর শহরের স্থানীয়রা এবং কিছুদিন আগে শিলচর হাসপাতাল রোড একটি ই রিস্ক গাড়ি উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন এ বিষয়ে পূর্ত বিভাগের কোন ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত তাই তারা বাধ্য হয়ে শিলচর NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের কাছে দাবি রাখেন অতিসত্বর শিলচর শহরের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার। তারা আরো বলেন সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকে যে ভাবে NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘর দুর্ব্যবহার করেছেন সেটা উনার উচিত হয়নি তাই তৃণমূলের সদস্যরা তীব্র ভাষায় নিন্দা অধিকার জানান NHIDCLজেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের বিরুদ্ধে তারা আরো বলেন তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন।ব্যুরো রিপোর্ট ।