রামকৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে ফুটপাত বেদখল, বাজারসহ রাস্তার মেইন রোডের পাশে দোকান সব উচ্ছেদ করলো পৌরসভা ।
বেশ কয়েক বছর থেকে রামকৃষ্ণনগর বাজার ও মেইন রোডের রাস্তার পাশে কিছু ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজের ইচ্ছামত ব্যবসা করে যাচ্ছিলেন। সকাল থেকে যেভাবে তারা দোকান ঘর খুলে রাখেন ফুটপাতের সামনে ও বাজারের ভিতরে তা সেখান দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের যেতে বহু অসুবিধা হয়। তাদেরকে পৌরসভা থেকে নোটিশ দেওয়ার পরও তারা সেখান থেকে সরে যায়নি। বাধ্য হয়ে রামকৃষ্ণ নগর পৌরসভা শুক্রবার বাজারের ভিতরে সহ মেইন রোডে ব্যবসা করা ব্যবসায়ীদের ঘর সরিয়ে নিল। রামকৃষ্ণনগর পৌরসভা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল। এ সম্পর্কে পুরো তথ্য তুলে দিলেন রামকৃষ্ণনগর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব। ব্যুরো রিপোর্ট ।