পাথারকান্দি নাট্যজন ও লারনার্স ধর্মনগরের ব্যবস্থাপনায় নবীন নাট্য শিল্পীদের নিয়ে আয়োজিত হয় একটি ব্যতিক্রমী নবরস অভিব্যক্তি প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় পাথারকান্দির মোট ১১জন নাট্যজন অংশগ্রহণ করেছিলেন, প্রত্যেকের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। উনিশ -বিশ ফারাকের মধ্য থেকে বিজয়ী কারা হবে এই সিদ্ধান্ত নিতে বিচারকদ্বয়কে রিতিমত চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে। প্রতিযোগিতার নিয়মের স্বার্থে যেহেতু প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের নাম ঘোষণা করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী প্রথম স্থান দখল করেন অরিহা দাস, যুগ্মভাবে দ্বিতীয় হন আয়ুশ দাস ও
দেবস্মিতা দেবরায় এবং তৃতীয় হন শুভ্রজিৎ রায়। বিগত ১৪জুলাই পাথারকান্দি নাট্যজনের কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সৌমেন্দ্র দাস বিপি এম
নবরস অভিব্যক্তি’ প্রতিযোগিতা পাথারকান্দিতে।New Year’s Eve Expression Competition in Patharkandi.
পাথারকান্দি সিএসসি, রাজেশ দে সাধারণ সম্পাদক,
পাথারকান্দি নাট্যজন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন আয়োজক সংগঠনের। বিচারক হিসেবে ছিলেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত পশ্চিম বাংলার তরুণ নাট্যনির্দেশক শুভজিত
বন্দোপাধ্যায় এবং ত্রিপুরা রাজ্যের উদয়পুরের উদীয়মান নাট্যনির্দেশক অভিজিৎ দাস। অনু্ষ্ঠান শেষে ধন্যবাদ
সূচক বক্তব্যে রাজেশ দে অভিনন্দন জানান অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগিকে এবং ধন্যবাদ জানান লারনার্স নাট্যদলকে। কৃতজ্ঞতা জানান মনিদীপ দাস কে প্রতিযোগিতার পুরস্কার স্পনসর করে তরুণ নাট্যজনদের উৎসাহিত করার জন্য। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।