মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রাম্য ওঝার কাছে চিকিৎসা করাতে এসে ওঝার জল পড়ায় নিখোঁজ ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনায় থানায় মামলা করলো নিখোঁজের পিতা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সীমান্তবর্তী বিষ্ণুপুর গ্রামে।ঘটনার বিবরণে জানা গেছে,দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ পালের চব্বিশ বর্ষীয়া ছেলে বিপ্লব পাল দীর্ঘদিন যাবৎ ব্রেইনের সমস্যায় আক্রান্ত
ওঝার জল খেয়ে নিখোঁজ যুবক।চাঞ্চল্য!
ছিল।অনেক চিকিৎসা করিয়েও কোন লাভ হয়নি। অবশেষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বিষ্ণুপুর গ্রামের ছয় নং ওয়ার্ডের এক ওঝা মানিক ভট্টের সন্ধান পান দিলীপবাবু।তখন অসুস্থ ছেলেকে নিয়ে গত মঙ্গলবার (৭মে) বিকেলে উত্তর জেলায় আসেন তিনি। পরদিন সকাল দশটার দিকে মানিক ওঝার বাড়িতে যান ছেলের চিকিৎসা করাতে। ওঝার
ওঝার জল খেয়ে নিখোঁজ যুবক।চাঞ্চল্য!
কাছে ছেলের সকল সমস্যা বললে ওঝা চিকিৎসা করতে আগ্রহ প্রকাশ করে এবং শুরু হয় তন্ত্র মন্ত্র।একটা সময় মানসিক ভারসাম্যহীন বিপ্লবকে জল পড়া দেওয়া মাত্রই ওঝার বাড়ি থেকে দৌড়ে কোথাও চলে যায় সে।তখন বিপ্লবের পিতা আতঙ্কিত হয়ে পড়লে ওঝা জানায়,তার ছেলে ঘটনাস্থলে ফিরে আসবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলে আর ফিরে আসে নি।অবশেষে
ওঝার জল খেয়ে নিখোঁজ যুবক।চাঞ্চল্য!
এদিন সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে কদমতলা থানায় নিখোঁজ মামলা করেন পিতা। লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ ৩১ নম্বরের একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।যদিও সংবাদ লেখা পর্যন্ত মানসিক ভারসাম্যহীন যুবকের কোন সন্ধান পায়নি পুলিশ।