এনডিএ থেকে ছিটকে যেতে পারে জেডইউ। জেডইউয়ের দাবি মানছেনা বিজেপি। বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এভাবেই চাইলেই দেওয়া যাবেনা। আমাদের কাছে সবাই সমান এই যুক্তি বিজেপির। এদিকে সূত্রের খবর বিজেপি ছোট ছোট আঞ্চলিক দলের সাথে যোগাযোগে আছে। তবে বিজেপি সূত্রের দাবি সরকার গঠন আমরাই করছি। চাপে ফেলে স্বার্থ সিদ্ধি করতে চাইলে তা আমরা মানবো না৷ এদিকে শপথ গ্রহনের দিনও পিছিয়ে গেছে৷ সব ঠিকঠাক চললে রবিবার, ৯ জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয় বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এমনটাই বলছে সূত্র। এর আগে শোনা গিয়েছিল, শনিবার শপথ নিতে চলেছেন তিনি। তবে সূত্র বলছে, রবিবার সন্ধ্যায় শপথ নিতে পারেন মোদী।মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু।এর আগে শোনা গিয়েছিল, আগামী রবিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন
সূত্র বলছে এনডিএ থেকে ছিটকে যেতে পারেন নীতিশ। আমাদের কাছে সবাই সমান : বিজেপি।
তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু। তার আগের দিন শপথ নেওয়ার কথা ছিল মোদীর। এখন সূত্র বলছে, রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মোদী। পরিবর্তিত পরিস্থিতিতে ১২ জুন চন্দ্রবাবু শপথ নিতে পারেন বলে খবর। বিজেপি সূত্রে খবর, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমেসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক।ন্যাশনাল ডেস্ক রিপোর্ট