ভুবরিঘাট টি ই ইউয়ুথ এর ব্যবস্থাপনায় ১ আগষ্ট থেকে শুরু হওয়া কৃষ্ণেন্দু পাল নক আউট ফুটবল টর্নামেন্টের ফাইনেল ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর রবিবার। খেলায় প্রথম পুরস্কার থাকবে নগদ ৩১ হাজারের সহিত বিজয়ী ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ ২১ হাজারের সহিত রানার ট্রফি। এদিনের ফাইনেল ম্যাচ প্রতিদ্বন্দিতায় থাকবে সোনাতোলা ও কাবাড়ীবন্দ দল। খেলায় মুখ্য অতিথি হিসাবে থাকবে বিধায়ক কৃষ্ণেন্দু
বুবড়িঘাটে শুরু হচ্ছে কৃষেন্দু পাল নক আউট ফুটবল টুর্নামেন্ট।The Krishendu Paul Knockout Football Tournament is starting at Bubrighat.
পাল। আজ সংবাদমেল আয়োজন করে এই কথাগুলো জানান ভুবরিঘাট টি ই ইউয়ুথ এর সদস্যরা।ভুবরিঘাট খেলার মাঠে অনুষ্ঠিত হবে খেলাটি। জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল।