হোটেলের কোঠায় সর্বদা সাদা চাদর হয় কেন?হোটেলের ঘরে বিছানার চাদর সবসময় সাদা হয় কেন?হোটেলের ঘরের বিছানার চাদর সাদা হয়। মাথার বালিশের ওয়ার সাদাই হয়। হোটেলের ঘরের এই বিছানায় সাদা ব্যবহার হওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ।দেশ, বিদেশ যেখানেই যাওয়া হোকনা কেন, সাধারণত হোটেলেই থাকতে হয়। সে যে কোনও মানের হোটেলই হোকনা কেন, বিছানার দিকে তাকালে কিন্তু সাদা ধবধবে চাদর নজর কাড়ে। এর পিছনে কিন্তু বিশেষ কারণ রয়েছে।হোটেলের ঘরের বিছানায় সাদা চাদরই পাতা থাকে। মাথার বালিশের ক্ষেত্রেও তাই। অন্য রংয়ের বা অন্য নানা ডিজাইন করা দামি চাদরও তো পাতা যেত! কিন্তু
হোটেলের কোঠায় সর্বদা সাদা চাদর হয় কেন?Why are there always white sheets in the hotel room?
কোনও হোটেলই তা করেনা।সর্বদা সাদা রংয়ের চাদর ব্যবহার করা হয় কারণ হোটেলে ঢোকার পর গ্রাহক যাতে তাজা, সতেজ, পরিচ্ছন্ন অনুভূতি পান। হোটেলের ঘরে ঢুকেই যাতে তাঁদের মন ভাল হয়ে যায়। সাদা সবচেয়ে বেশি মনে সতেজ অনুভূতি প্রদান করে।সাদা ধবধবে চাদর পাতা বিছানা গ্রাহকের মন ভাল করে দেয়। গ্রাহকরা সাদা পরিচ্ছন্ন বিছানায় শৌখিন, বিলাসিতা সবচেয়ে বেশি করে খুঁজে পান বলেই মনে করেন অনেক হোটেল ব্যবসায়ী।সাদা বিছানা দেখে হোটেল সম্বন্ধে গ্রাহকের একটা ভাল ধারনা হয়। সাদা বিছানায় ঘুমটাও ভাল হয়। একটা ভাল অভিজ্ঞতা নিয়েই ফিরতে পারেন গ্রাহকরা।মনে করা হয় ১৯৯০ সালের পর থেকে বিশ্বজুড়েই হোটেলে কেবল সাদা বিছানার ভাবনা ছড়িয়ে পড়ে। যা এখনও অব্যাহত। এই সাদার সঙ্গে যে মনোবৈজ্ঞানিক দিকটি লুকিয়ে আছে তা কিন্তু বিলক্ষণ বোঝেন হোটেলে ব্যবসায়ীরা। তাই গ্রাহক সন্তুষ্টিতে তাঁরা বেছে নেন পরিস্কার দুধ সাদা বিছানা। হোটেলের কোঠায় সর্বদা সাদা চাদর হয় কেন?ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।