রাজ্য সরকারের জারি করা নির্দেশনা অনুসারে করিমগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক (পরিবার কল্যাণ), জাতীয় স্বাস্থ্য মিশন, জেলা স্বাস্থ্য সমিতির অধীনে কর্মরত চিকিৎসকদের তাদের কর্তব্যকালীন সময়ে যে কোন ব্যাক্তিগত অভ্যাস বা প্রাইভেট প্র্যাকটিস থেকে বিরত থাকতে যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক নির্দেশ দিয়েছেন। এতে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সরকারি ওই নির্দেশনার প্রেক্ষিতে আরও জানিয়েছেন যে করিমগঞ্জ জেলায় চলতে থাকা সব ব্যক্তি মালিকানাধীন ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, তাদের প্রতিষ্ঠানে অভ্যাস করা সরকারি চিকিৎসকদের কাছ থেকে সেল্ফ ডিক্লেয়ারেশন নিতে হবে যে চিকিৎসক সরকারি কর্তব্যকালীন সময়ে ওই প্রতিষ্ঠানে কোন ব্যাক্তিগত
করিমগঞ্জ জেলায় সরকারি চিকিৎসকদের অফিসিয়াল ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস না করার নির্দেশ।In Karimganj district, officials have instructed government doctors not to engage in private practice during official duty hours.
অভ্যাস করেন না। এই নির্দেশ অমান্য করলে আইন অনুসারে কঠোর অনুশাসনমূলক ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং এর জন্য ওই ব্যক্তিগত ক্লিনিক্যাল প্রতিষ্ঠানের মালিক ও চিকিৎসক উভয়ই দায়ী থাকবেন। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।