বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসাম রাইফেলস ও ডিএফও এর উদ্যেগে বৃক্ষ রোপণ কার্য সূচি আরম্ভ হয় ত্রিপুরার কুমারঘাটে। আজ পরিবেশ দিবস কে সামনে রেখে আসাম রাইফেলস ও ত্রিপুরার বন দপ্তরের কর্মীরা পাঁচশো প্রজাতির গাছ পালা রাধা নগর ও উন্নকোটি জাতীয় সড়কের পাশে রোপন করেন। স্থানীয় জনগণ তাদের এধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা বলেন এই গাছ গুলোর রক্ষণাবেক্ষন করলে সুন্দর ভাবে বেড়ে উঠবে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই বৃক্ষরোপণ অভিযানটি ত্রিপুরার পরিবেশ সংরক্ষনে সাহায্য করবে । ব্যুরো রিপোর্ট।