মেরি লাইফের অঙ্গ হিসেবে য়োগার অনুষ্ঠান অনুষ্ঠিত করলো আসাম রাইফেলস ত্রিপুরার রাধানগরে।২৮ মে যোগার এই অনুষ্ঠানটি ত্রিপুরার উন্নকটি জেলার রাধানগরে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল উদ্যেশ্য হলো যোগার উপকারিতা সম্বন্ধে আলোচনা করা। যোগা করার মাধ্যমে সুস্থ সবল থাকা যায়। মেরি লাইফের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানে যোগা সম্বন্ধে উৎসাহ প্রদান করা হয়।এধরনের অনুষ্ঠানে আসাম রাইফেলস কে সাধুবাদ জানিয়েছন অনেক যোগা প্রেমীরা।